ভিডিও শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫

কামরাঙ্গীরচরে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কামরাঙ্গীরচরে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক:   রাজধানীর কামরাঙ্গীরচরের নবীনগররে আসাদুজ্জামানের বাড়িতে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুর হোসেন ওরফে নুরা (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২ নভেম্ববর) এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে পুলিশ।


এর আগে শুক্রবার (১ নভেম্বর) রাত ৩টার দিকে কামরাঙ্গীরচরে এ ঘটনা ঘটে।  

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

আরও পড়ুন

কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হাসান জানান, মৃত নুর হোসেন ওরফে নুরা একজন চোর, ছিনতাইকারী ও বখাটে প্রকৃতির ছিল প্রাথমিকভাবে জানা গেছে। কামরাঙ্গীরচরের ঝাউচড় বড় মসজিদ গলিতে থাকতেন।  

এসআই জানান, শুক্রবার রাতে নবীনগর এলাকায় আসাদুজ্জামান আসাদের পাঁচতলার ভবনের বারান্দা দিয়ে মোবাইলফোনসহ হয়তোবা অন্যান্য জিনিসপত্র চুরি করতে ওঠেন ওই যুবক। পরে তিনি নামতে গিয়ে পাশের বৈদ্যুতিক তারের সাথে বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরকে গ্রাহকদের সাথে নিয়ে স্বাগত জানালো সেইলর 

গ্রাহকদের সাথে নিয়ে নতুন বছরকে স্বাগত জানালো সেইলর

ধরা-ছোঁয়ার বাইরে রংপুর

খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান

খুলনায় বৈষম্যবিরোধীদের ওপর হামলায় নারীসহ আহত ৮, দু’জন আইসিইউতে

সরকারি দফতরে তদবির বন্ধে সচিবদের কাছে তথ্য উপদেষ্টার চিঠি