ভিডিও শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫

অভিনয়ে সাফল্যের এক দশকে বান্টির পথচলা...

ছবি : শিথিল রহমান, অভিনয়ে সাফল্যের এক দশকে বান্টির পথচলা...

অভি মঈনুদ্দীন: বাংলাদেশের নাট্যাঙ্গনে এক নামে পরিচিত তিনি। তিনি বান্টি। সবাই তাকে বান্টি ভাই বলেই অভিহিত করেন। তবে তার পুরো নাম হারুন রশীদ বান্টি। মিডিয়ায় আসার আগে সবাই তাকে হারুন নামেই চিনতেন জানতেন। কিন্তু ২০১৪ সালে আশিকুর রহমানের ‘মুসাফির’ সিনেমায় অভিনয় করার পর থেকে তিনি বান্টি নামেই পরিচিত হতে লাগলেন। এই সিনেমাতে অভিনয়ই তার জীবনের প্রথম অভিনয়। এরপর আরো বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করেছেন তিনি। ইশতিয়াক আহমেদ রুমেল পরিচালিত ‘হতেও পারে নাও হতে পারে’ বান্টি অভিনীত প্রথম নাটক।

গতকাল যখন তারসঙ্গে কথা হচ্ছিলো তখন তিনি সজীব চিশতি পরিচালিত সাত পর্বের ধারাবাহিক নাটক ‘হাবু ডুবু’র শুটিং-এ ছিলেন। কথায় কথায় তিনি জানালেন, এরইমধ্যে তিনি অনেক পরিচালকের নাটকে অভিনয় করেছেন। যারমধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন মোহিন খান, আদিফ হাসান, নাজমুল রনি, ইমরাউল রাফাত, মাবরুর রশীদ বান্নাহ, রাকেশ বসু, রাফাত মজুমদার রিংকু, ফরিদুল হাসান’সহ আরো বেশ কয়েকজন। অভিনয় জীবন শুরু করার আগে দশ বছর ‘ফাহিম মিউজিক’-এ ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

বান্টি বেশকিছু বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন। তিনি প্রথম আরিফ রহমানের পরিচালনায় ‘রেডিয়্যাণ্ট বিল্ডার্স লিমিটেড’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। এরপর ‘পারটেক্স’,‘ নাম্বার ওয়ান চা’,‘ রবি’সহ আরো বেশকিছু বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। সাইদুল ইসলাম রানার একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। অভিনয়ে দিন দিন ব্যস্ত হয়ে উঠার কারণে ২০২০ সালে ফাহিম মিউজিকের চাকুরী ছেড়ে পুরোদমে অভিনয়েই ব্যস্ত হয়ে উঠেন বান্টি।

আরও পড়ুন

আজীবন অভিনয়ই করে যেতে চান বান্টি। হারুন রশীদ বান্টি বলেন,‘ প্রথম প্রথম যখন নাটকে সিনেমায় অভিনয় করতাম, তখন কেমন যেন ঈদ ঈদ মনে হতো। আর এখনতো অভিনয়ই আমার পেশা, অভিনয়ই আমার ভালোবাসা, অভিনয়েই আমার চেঁচে থাকা। অভিনয়ই আমি ভীষণ উপভোগ করি। খুউব ভালোলাগে অভিনয় করতে। আজীবন আমি অভিনয়ই করে যেতে চাই। কারণ অভিনয় ছাড়াতো আর কিছু পারিনা। তাই অভিনয়ের মাঝেই আনন্দ খুজে পাই। আর কিছু কথা না বললেই নয়, আমাদের নিলয় আলমগীরের সঙ্গে অভিনয় করতে আমার সবচেয়ে বেশি ভালোলাগে, আরো ভালো লাগে মনিরা মিঠু আপার সঙ্গে অভিনয় করতে। পরিচালকদের মধ্যে মোহিন খানের সঙ্গে কাজ করতে আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি।’ ঢাকার কমলাপুরের সন্তান বান্টি তার স্ত্রী ও তিন ছেলে মেয়ে নিয়ে সুখে আছেন। তার জন্মদিন ১ জুন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরকে গ্রাহকদের সাথে নিয়ে স্বাগত জানালো সেইলর 

গ্রাহকদের সাথে নিয়ে নতুন বছরকে স্বাগত জানালো সেইলর

ধরা-ছোঁয়ার বাইরে রংপুর

খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান

খুলনায় বৈষম্যবিরোধীদের ওপর হামলায় নারীসহ আহত ৮, দু’জন আইসিইউতে

সরকারি দফতরে তদবির বন্ধে সচিবদের কাছে তথ্য উপদেষ্টার চিঠি