ভিডিও রবিবার, ০৩ নভেম্বর ২০২৪

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে শাহরিয়ার কবির

সংগৃহীত,স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে শাহরিয়ার কবির

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে পাঠানো হয়েছে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি ও লেখক শাহরিয়ার কবিরকে। 

শনিবার গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা হয় তার। এরপর তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ পাঠানো হয়।

জানা গেছে, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে কঠোর নিরাপত্তায় দুপুর ১২টার দিকে কারা অ্যাম্বুল্যান্সে করে শাহরিয়ার কবিরকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

অ্যাম্বুল্যান্স থেকে নামিয়ে হুইলচেয়ারে করে তাকে তিনতলায় উপপরিচালকের কক্ষে নিয়ে যাওয়া হয়। এ সময় তার পরনে জ্যাকেট ও মাথায় হেলমেট ছিল। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় উপপরিচালকের কক্ষে হৃদরোগ, মেডিসিন, অর্থোপেডিকস বিভাগের চিকিৎসকরা তার স্বাস্থ্য চেক করেন। তার কয়েকটি মেডিকেল টেস্ট করা হয়।

আরও পড়ুন

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জাহাঙ্গীর আলম জানান, রুটিন চেকআপের জন্য শাহরিয়ার কবিরকে হাসপাতালে আনা হয়েছিল। কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে তার শারীরিক পরীক্ষা সম্পন্ন ও কিছু টেস্ট করা হয়। তিনি বয়সজনিত বিভিন্ন রোগে ভুগছেন। তবে জটিল কোনো সমস্যা নেই।

চিকিৎসকরা তাকে ব্যবস্থাপত্র দিয়েছেন। পরীক্ষার রিপোর্টগুলো রবিবার পাওয়া যাবে। পরে সেগুলো যাচাই করে প্রয়োজন হলে নতুন ব্যবস্থাপত্র দেওয়া হবে।
  
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য শাহরিয়ার কবিরকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে তার জটিল কোনো সমস্যা নেই।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপাড়া পাথর খনিতে সর্বোচ্চ পাথর উৎপাদন

শেখ হাসিনার দোসরদের খুঁজে বের করে তাদের বিচারের আওতায় আনতে হবে : রেজাউল করিম বাদশা

বগুড়ার সোনাতলায় সাবেক ইউপি চেয়ারম্যান নতুন গ্রেফতার

রংপুরের পীরগাছায় অবৈধভাবে বালু উত্তোলনের পাইপ ও মেশিন গুড়িয়ে দিল প্রশাসন

টিএমএসএস এ জনবল নিয়োগ বিজ্ঞপ্তি

ক্রেতা-বিক্রেতা উভয়ের কারণেই দুই যুগ আগে নিষিদ্ধ পলিথিন এখনও বাজারে