ভিডিও বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

শেখ হাসিনার দোসরদের খুঁজে বের করে তাদের বিচারের আওতায় আনতে হবে : রেজাউল করিম বাদশা

শেখ হাসিনার দোসরদের খুঁজে বের করে তাদের বিচারের আওতায় আনতে হবে : রেজাউল করিম বাদশা, ছবি : দৈনিক করতোয়া

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, গত কয়েক বছর দেশে স্বৈরাচারী শাসন কায়েম করে এদেশ থেকে পালিয়েছে ফ্যাসিবাদী নেতা শেখ হাসিনা। তাদের শাসনামলে দেশের মাঠ-ঘাট থেকে শুরু করে অফিস-আদালত পর্যন্ত, সব জায়গাতেই দুর্নীতি হয়েছে সমানভাবে।

শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের দোসররা দেশে অবস্থান করে এখনও নানাভাবে ষড়যন্ত্র চালাচ্ছে। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র কখনোই সফল হবে না। শেখ হাসিনার দোসরদের খুঁজে বের করে তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সেইসব দোসরদের খোলা বাংলার মাটিতে আর আশ্রয় হবে না, তাদের আশ্রয় হবে জেলখানায়। দেশের প্রচলিত আইনের মাধ্যমেই তাদের বিচার হবে।

আজ শনিবার (২ নভেম্বর) বিকেলে সারিয়াকান্দি উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাব মাঠে আয়োজিত কর্মী সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এড. নূরে আজম বাবু। সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন।

পৌর বিএনপি’র সভাপতি শাহাদৎ হোসেন সনির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সাবেক এমপি আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, সোনাতলা উপজেলা বিএনপি’র সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এড. শরিফুল ইসলাম হিরা, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, তাহেরুল ইসলাম পাঞ্জাব, খাদেমুল ইসলাম পিন্টু, জহুরুল ইসলাম ঠান্ডা, মহিদুল ইসলাম মুন্সি, তারাজুল ইসলাম ফনি, নজরুল ইসালাম নিশান প্রমুখ।

আরও পড়ুন

সমাবেশে উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, চেয়ারপার্সনের উপদেষ্টা এড. মাহবুবুর রহমান, বগুড়া জেলা ড্যাব’র সভাপতি ডা. শাহ মোহাম্মদ শাহজাহান আলী, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শহিদুন নবী সালাম, জাহিদুল বারী হেলাল, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা বেগম, জেলা কৃষকদলের  সভাপতি  ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক এনামুল হক সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদলের  সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মইনুল হোসেন বকুল, জেলা শ্রমিকদলের সভাপতি ওয়াদুদ হোসেন, জেলা কৃষক দলের সদস্য সচিব সুমন প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল বিএনপি কখনও আইন হাতে তুলে নেয় না। বিগত ফ্যাসিবাদী সরকার আমাদের নানাভাবে নির্যাতন করেছে। তাদের ভয়ে আমরা বিভিন্ন স্থানে লুকিয়ে থেকেছি। আমাদের নেতাকর্মীদের নামে ডজন ডজন মিথ্যা অভিযোগে মামলা দেওয়া হয়েছে। তারপরও আমরা কখনও আইন নিজের হাতে তুলে নেইনি।

শেখ হাসিনার পালিত বাহিনীর অত্যাচারে অসীম কষ্ট সহ্য করেও বেগম খালেদা জিয়া কখনও দেশত্যাগ করেননি। কিন্তু শেখ হাসিনা দুর্নীতি করে পালিয়েছে। আমরা এদেশে আইনের শাসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে চাই। আমাদের আজকের এই সমাবেশে একটাই দাবি, তারেক রহমানের সকল মিথ্যা অভিযোগের মামলা প্রত্যাহার করে তাকে দেশে ফিরিয়ে আনতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসবায় ডেকে নিয়ে অটোচালককে হত্যা, ১০ দিন পর লাশ উদ্ধার

আন্দোলনে গুলিবিদ্ধ হৃদয়ের চিকিৎসা হচ্ছে না টাকার অভাবে

বগুড়ার শিবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মজিদ গ্রেফতার

ধর্মান্তরিত সেই আকাশ এখন আলোচিত ‘খুনি’

দিনাজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

বগুড়ার সারিয়াকান্দির চরাঞ্চলে জমির দখল নিয়ে সংঘর্ষ বাড়ছে