ভিডিও শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫

বর্তমানেই থাকতে চান হৃদয়

বর্তমানেই থাকতে চান হৃদয়,ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ দিয়ে ফের ওয়ানডে সংস্করণে ফিরছে শান্তরা। আর এ সিরিজ দিয়েই আগামী ফেব্রুয়ারি মাসে পাকিস্তানে শুরু হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আবহে ঢুকবে দল। এ সিরিজ খেলতে গতকাল টাইগার স্কোয়াডের তাসকিন-তাওহীদ হৃদয়সহ বেশ কয়েকজন সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। বাকিরা যাবে আজ।

তার আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়। সেখানেই নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ভালো ফলাফল ভালো কিছু হবে বলে আশা করেন তিনি। চলতি বছরে বাংলাদেশের খেলা একমাত্র ওয়ানডে সিরিজে জিতেছিল। লম্বা সময় পর এই সংস্করণে ফিরে সেই ধারাই অব্যাহত রাখার আশার বাণী শোনান হৃদয় বলেন, ‘আশা করি, ভালোভাবে শুরু করতে পারব। বরাবরই এই সংস্করণে আমরা ভালো খেলে থাকি। এবারও অবশ্যই ভালোভাবে শুরু করতে চাই। আমাদের যে সামর্থ্য আছে, সে অনুযায়ী যদি খেলতে পারি, ভালো কিছু হবে ইনশাআল্লাহ।’ কয়েক মাস ধরে টেস্ট ও টি- টোয়েন্টি ফরম্যাটেই খেলছিল শান্তরা। তবে পারফরম্যান্স আহামরি কিছু হয়নি। উলটো জয়ের সম্ভাবনা জাগিয়েও হারার স্মৃতি রয়েছে। তবে সেসব মনে রাখতে চান না হৃদয়। এ নিয়ে বলেন, ‘প্রত্যেক ক্রিকেটার এখানে অনেক পেশাদার। আমার মনে হয়, আমাদের অতীত নিয়ে বেশি ভাবার কিছু নেই। ম্যাচ ধরে ধরে এগোনো ভালো। হতে পারে একটি ম্যাচ বা বড় কোনো টুর্নামেন্ট। আমি আশা করি, সম্প্রতি আমাদের (ফল) কী হয়েছে বা কী করেছি, এগুলো নিয়ে ভাবার সময় নেই। ব্যক্তিগতভাবে আমি মনে করি, সামনের দিনটা আমরা কীভাবে শুরু করব, সেই দিনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি বর্তমানে থাকতে চাই।’

আরও পড়ুন

সবশেষ গেল বছর ওয়ানডে ফরম্যাটে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-আফগানিস্তান। চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়া ঐ সিরিজে লাল-সবুজের প্রতিনিধিরা হেরেছিল ২-১ ব্যবধানে। সবটাই হয়েছিল সফরকারীদের শক্তিশালী বোলিং লাইনআপের কারণে। এবারও শক্তিশালী বোলারদের নিয়েই শান্তদের মুখোমুখি হবেন আফগানরা। তবে হৃদয় সেসব নিয়ে ভাবছেন না। বলেন, ‘ওদের বোলারা ভালো বিশেষ করে স্পিনাররা শক্তির উৎস এটা আমরা সবাই জানি। তবে আন্তর্জাতিক ম্যাচে প্রতিটা দলই শক্তিশালী, কারণ এখানে সব ফরম্যাটেই দেশের সেরা খেলোয়াড়রা খেলে। এগুলো নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই। মাঠে পারফরম করতে হলে এইটুকু চ্যালেঞ্জ (কঠিন বোলিং মোকাবিলা করা) নিতেই হবে। প্রতিপক্ষে কারা আছে তাদের নিয়ে আমরা পরিকল্পনা করব, মাঠে সেই অনুযায়ী বাস্তবায়ন করার চেষ্টা করব।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরকে গ্রাহকদের সাথে নিয়ে স্বাগত জানালো সেইলর 

গ্রাহকদের সাথে নিয়ে নতুন বছরকে স্বাগত জানালো সেইলর

ধরা-ছোঁয়ার বাইরে রংপুর

খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান

খুলনায় বৈষম্যবিরোধীদের ওপর হামলায় নারীসহ আহত ৮, দু’জন আইসিইউতে

সরকারি দফতরে তদবির বন্ধে সচিবদের কাছে তথ্য উপদেষ্টার চিঠি