জেল পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব
নিউজ ডেস্ক: শেরপুর সদর উপজেলার সোনার বাংলা বাসস্ট্যান্ড এলাকায় র্যাবের একটি দল শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত আসামি মো. ফজু মিয়াকে (৬৫) গ্রেপ্তার করেছে।
সোমবার (৪ নভেম্বর) দুপুরে র্যাব-১৪ এর সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
এর আগে গতকাল ৩ নভেম্বর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
আসামি ফজু মিয়া শেরপুর সদর উপজেলার মীরগঞ্জ গ্রামের ইউসুফ আলীর ছেলে। তিনি মোবাইল কোর্টের একটি মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত জেল পলাতক আসামি।
আরও পড়ুনর্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামি ফজু মিয়াকে সংশ্লিষ্ট মামলায় শেরপুর সদর থানা পুলিশের কাছে হস্থান্তর করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেরপুর জেলা কারাগার থেকে বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার ৫১৮ হাজতি ও কয়েদি পালিয়ে যায়।
মন্তব্য করুন