ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুনে একজন নিহত, দগ্ধ ৬
ময়মনসিংহে ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ছয়জন।
সোমবার (৪ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে নগরীর রহমনপুর বাইপাস সড়ক এলাকায় আজাহার ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান গণমাধ্যমকে বলেন, দগ্ধ হয়ে ছয়জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। আর আগুনে হিমেল নামে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
আরও পড়ুনময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মোজাম্মেল হোসেন বলেন, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পাম্পের কোনো লোকজনই খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা সম্ভব হয়নি।
মন্তব্য করুন