নাটোরের বড়াইগ্রামে ২ হাজার ৮৭০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ উদ্ধার
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পাঁচ লাখ মূল্যের ২ হাজার ৮৭০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ উদ্ধার করা হয়েছে। নাটোর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আজ সোমবার (৪ নভেম্বর) দুপুরে পরিচালিত অভিযানে উপজেলার বনপাড়া পৌরশহরের গাজী সুপার মার্কেটের নিহার স্টোর ও টুনা চৌধুরী মার্কেটে ইহার গুদাম ঘর থেকে এসব পলিথিন ব্যাগ উদ্ধার করা হয়।
পলিথিন ব্যাগগুলো গোডাইনে তার হেফাজতে রাখার দায়ে নিহার স্টোরের মালিক মি. নিরঞ্জন সরকারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না। নাটোর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না এবং জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. বোরহান উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ২২টি ছোট-বড় বস্তায় ২ হাজার ৮৭০ কেজি পলিথিন ব্যাগ উদ্ধার করা হয়। নিহার স্টোরের মালিক মি. নিরঞ্জন সরকার জানান, এ পলিথিন ব্যাগগুলো রাজশাহী, পাবনা ও বগুড়া থেকে আগে ক্রয় করা ছিল। সেগুলো নিষিদ্ধ ঘোষণার পর বিক্রেতার কাছে ফেরৎ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু সময়ের ও পরিবহন গাড়ির অভাবে ফেরৎ পাঠানো সম্ভব হয়নি।
আরও পড়ুনতিনি আরও বলেন, পলিথিন ব্যাগগুলো প্রতি কেজি ১৭০ টাকায় বিক্রি হয়। সে মোতাবেক ২ হাজার ৮৭০ কেজি ব্যাগের মূল্য হয় ৪ লাখ ৮৭ হাজার ৯শ’ টাকা। জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না জানান, অভিযানে উদ্ধারকৃত পলিথিন ব্যাগগুলো আপাততঃ নাটোর জেলা পরিবেশ অধিদপ্তরে রাখা হবে এবং পরবর্তীতে সেগুলো বিনষ্ট করা হবে।
মন্তব্য করুন