ভিডিও শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫

জানা গেল সাকিবের বোলিং অ্যাকশন পরীক্ষার দিনক্ষণ 

জানা গেল সাকিবের বোলিং অ্যাকশন পরীক্ষার দিনক্ষণ , ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বিশ্বের অন্যতম সেরা টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কিত হলেও তার বোলিং অ্যাকশন নিয়ে কখনো প্রশ্নের সম্মুখীন হতে হয়নি। তবে ক্যারিয়ারের প্রায় শেষপ্রান্তে এসে তাকে পড়তে হলো এমন অভিযোগের মুখে। সম্প্রতি ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে সমারসেটের বিপক্ষে খেলতে গিয়ে অনফিল্ড আম্পায়াররা তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছেন। এ ঘটনায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) সাকিবের বোলিং অ্যাকশন পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা বাংলাদেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন, সাকিবের বোলিং অ্যাকশন পরীক্ষা আগামী দুই সপ্তাহের মধ্যে একটি অনুমোদিত ল্যাবে সম্পন্ন হবে। তবে এটি শুধুমাত্র কাউন্টি চ্যাম্পিয়নশিপের জন্য প্রযোজ্য এবং আন্তর্জাতিক বা অন্যান্য ঘরোয়া ক্রিকেটে তার খেলায় কোনও প্রভাব ফেলবে না। ফলে আফগানিস্তান সিরিজে সাকিবের অংশগ্রহণের ক্ষেত্রেও এই অভিযোগের কোনো প্রভাব নেই।

আরও পড়ুন

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাকিবের অবসরের সময় ঘনিয়ে আসছে। তিনি ইতোমধ্যে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এবং ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর তার আন্তর্জাতিক ক্যারিয়ারও হয়তো অবসরে যাবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরকে গ্রাহকদের সাথে নিয়ে স্বাগত জানালো সেইলর 

গ্রাহকদের সাথে নিয়ে নতুন বছরকে স্বাগত জানালো সেইলর

ধরা-ছোঁয়ার বাইরে রংপুর

খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান

খুলনায় বৈষম্যবিরোধীদের ওপর হামলায় নারীসহ আহত ৮, দু’জন আইসিইউতে

সরকারি দফতরে তদবির বন্ধে সচিবদের কাছে তথ্য উপদেষ্টার চিঠি