ভিডিও মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪

শেষ নির্বাচনী ভাষণে যা বললেন ট্রাম্প-কমলা

শেষ নির্বাচনী ভাষণে যা বললেন ট্রাম্প-কমলা, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : চলছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড র‌্যাপিডসের ভ্যান অ্যান্ডেল এরিনায় শেষ নির্বাচনী সমাবেশ করছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শেষ সময়ের বক্তব্যে ট্রাম্প অর্থনীতি ও অভিবাসন নীতির ওপর জোর দিয়েছেন।

ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতির কিছু পুনরাবৃত্তি করেছেন। যার মধ্যে রয়েছে-অমেরিকান নাগরিক কিংবা আইন প্রয়োগকারী কর্মকর্তাকে যদি কোনো অভিাবসী হত্যা করে থাকে তাহলে তিনি তার মৃত্যুদণ্ড চান। এছাড়া সাবেক এ প্রেসিডেন্ট তার বক্তব্যের বেশিরভাগ সময়জুড়ে গত চার বছরে কমলা হ্যারিস এবং জো বাইডেনের কর্মকাণ্ডকে আক্রমণ করেন। সেইসঙ্গে বলেন, আমার লক্ষ্য আমাদের দেশের মুখোমুখি হওয়া প্রতিটি সমস্যার সমাধান করা। ট্রাম্প বলেন, আমি মনে করি আমরা একটি দুর্দান্ত ফলাফল পেতে যাচ্ছি। সেইসঙ্গে উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, আমি মনে করি আমরা মিশিগানে জিততে যাচ্ছি।

আরও পড়ুন

ট্রাম্প বলেন, সবশেষে বলতে চাই, আপনাদের ভোটে আমরা কমলাকে বরখাস্ত করতে যাচ্ছি এবং যুক্তরাষ্ট্রকে বাঁচাতে যাচ্ছি। আমরা ট্যাক্স কমাব, মুদ্রাস্ফীতি কমাব, দাম কমাব, মজুরি বাড়াব এবং হাজার হাজার কারখানা আমেরিকায় এবং মিশিগানে ফিরিয়ে আনব। সমাবেশের শেষে ট্রাম্পের সন্তানরা মঞ্চে তার সাথে যোগ দেন এবং সবাইকে ভোট দিতে উৎসাহিত করেন।এর আগে স্থানীয় সময় সোমবার রাতে কমলা হ্যারিস নির্বাচনী প্রচারণায় শেষবারের মতো পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় সমাবেশ করেন। ডেমোক্র্যোট প্রার্থী শেষ বক্তৃতা শুরু করেন সমর্থকদের ধন্যবাদ জানিয়ে। তিনি বলেন, ‘আমেরিকা কে তা দেখানোর জন্য আমরা সবাই এতে একসঙ্গে আছি।’ কমলা বলেন, ‘আমি পরবর্তী প্রেসিডেন্ট হতে প্রস্তুত। আমাদের প্রচারাভিযান আমেরিকান জনগণের উচ্চাকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা এবং স্বপ্নের সঙ্গে যুক্ত হয়েছে। আমরা আশাবাদী এবং আমরা একসঙ্গে যা করতে পারি তা নিয়ে আমরা উত্তেজিত।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর বদলগাছীতে জয়বাংলা স্লোগান দিয়ে সন্ত্রাসীদের ককটেল বিস্ফোরণ

ভারতীয়দের থাইল্যান্ডে যেতে লাগবে না ভিসা

ভেড়ামারায় ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা; নিহত ১

আরও ৩০ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল

দাম কমলো এলপি গ্যাসের

আমার হোয়াইট হাউজ ছেড়ে আসাটাই উচিত হয়নি: ট্রাম্প | Donald Trump | White House | Karatoa International