ভিডিও শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫

মুন্সীগঞ্জে মিরকাদিমে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু, আটক-১

মুন্সীগঞ্জে মিরকাদিমে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু, আটক-১

নিউজ ডেস্ক:  মুন্সীগঞ্জের মিরকাদিমের রামগোপালপুর এলাকায় ছুরিকাঘাতে শুভ বেপারি (২৩) নামে এক যুবক মারা গেছেন। সোমবার (৪ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুভ বেপারি মারা যান। 

এর আগে গত শনিবার রাত ১২ টার দিকে শুভকে ছুরিকাঘাত করা হয়।

নিহত শুভ মিরকাদিমের কালিন্দীপাড়া এলাকার মুকুল বেপারির ছেলে।

মঙ্গলবার (৫ নভেম্বর) এ ঘটনায় ফয়সাল (২৫) নামে ১ জনকে আটক করেছে পুলিশ। দুপুর ১ টার দিকে মিরকাদিমের কালিন্দপাড়া এলাকা থেকে ফয়সালকে আটক করা হয়।  

আরও পড়ুন

নিহতের পিতা মুকুল বেপারি বলেন, ‘শনিবার রাতে আমাদের সাথে বাড়িতেই অবস্থান করছিলো শুভ। তখন স্থানীয় নাজমুল নামে একজনকে কয়েকজন আটকে রেখেছে এরকম খবর পেয়ে আমার ছেলে রামগোপালপুর চিশতী বাড়ির সামনে যায়। সেখানে ফয়সাল নামে একজন তাকে ছুরি দিয়ে পেটে আঘাত করে। পরে ছুরিকাঘাতের খবর পেয়ে আমরা উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেই। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আমার ছেলে মারা যায়। ওর পেটে ছুরির আঘাতে গুরুতর জখম হয়েছিলো।’

তিনি বলেন, ‘আমার ছেলে কাপড়ের ব্যবসা করতো। কারও সাথে শত্রুতা নাই। কারা কি কারণে এ ঘটনা ঘটালো আমরা বুঝতে পারছি না। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত ফয়সালকে আটক করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরকে গ্রাহকদের সাথে নিয়ে স্বাগত জানালো সেইলর 

গ্রাহকদের সাথে নিয়ে নতুন বছরকে স্বাগত জানালো সেইলর

ধরা-ছোঁয়ার বাইরে রংপুর

খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান

খুলনায় বৈষম্যবিরোধীদের ওপর হামলায় নারীসহ আহত ৮, দু’জন আইসিইউতে

সরকারি দফতরে তদবির বন্ধে সচিবদের কাছে তথ্য উপদেষ্টার চিঠি