ভিডিও মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪

বগুড়ার শিবগঞ্জে আবাদি জমি পুকুরে বিলীন ৩টি বাড়ির মেঝেতে ফাটল, পুকুর খনন

বগুড়ার শিবগঞ্জে আবাদি জমি পুকুরে বিলীন ৩টি বাড়ির মেঝেতে ফাটল, পুকুর খনন, ছবি : দৈনিক করতোয়া

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জের পল্লীতে বসতবাড়ি সংলগ্ন  আবাদি ৩ বিঘা জমি ভেকু মেশিন দিয়ে গভীর খনন করায় ৩টি বাড়ির মেঝেতে ফাটল দেখা দিয়েছে। সেখানে অবস্থিত কৃষকদের জমিতে লাগানো ধান, আলু, সরিষা সহ বিভিন্ন আবাদি ফসল পুকুরে বিলীন হয়ে যাচ্ছে।

জানা গেছে, উপজেলার ময়দানহাটা ইউনিয়নের পঁওতা নয়াপাড়া গ্রামের আলম মন্ডলের ছেলে লাভলু লাজু মিয়ার ৩ বিঘা জমি ভেকু মেশিন দিয়ে ৩ বছর আগে গভীরভাবে খনন করেন । এরপর থেকে পুকুর পাড়ের অসহায় মানুষের বাড়ির মেঝেতে ফাটল দেখা দিয়েছে।

বর্তমানে বাড়ির মালিক সাজু মিয়া,গোলজার রহমান, মুনছুর রহমান ও বিধবা সুলতানা বেগম মেঝের ফাটল বৃদ্ধি হওয়ার কারণে তাদের বাড়ির আসবাবপত্র বাড়ির আঙ্গিনায় রেখে ভয়ে বাইরে রাত যাপন করছেন। এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষে সাজু মিয়া বলেন, লাজু মিয়া আমাদের বাড়ি সংলগ্ন ২০/৩০ ফুট গভীর করে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ইটভাটায় মোটা অংকের টাকার বিনিময়ে বিক্রি করেছে।

এতে আমাদের বাড়ির মেঝে ফেটে যাওয়ায় আমরা বাড়ির আসবাবপত্র বাড়ির সামনে রেখেছি এবং বাড়ির বাইরেই রাত যাপন করছি। তিনি বলেন,আমরা অসহায় তাই প্রশাসনের কাছে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোড় দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে পুকুর পারের আবাদী ফসলের ক্ষতিগ্রস্থ কৃষক আমজাদ হোসেন, জয়নাল হোসেন, হাবিবুর রহমান, সাগরসহ কয়েকজন কৃষক অভিযোগ করে বলেন, আমরা অসহায় হয়ে পড়েছি। পুকুর গভীর খননের ফলে ও পুকুরের পাড় বেধে না দেওয়ার কারণে আমাদের আবাদী ফসল পুকুরে বিলিন হয়ে যাচ্ছে।

আরও পড়ুন

এ ব্যাপারে ওই ওয়ার্ডের ইউপি সদস্য নয়ন মন্ডল বলেন, বিষয়টি সরেজমিনে দেখেছি অসহায় ব্যক্তিদের বাড়ির মেঝেতে ফাটল ধরেছে। তিনি অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনের নিকট দাবি জানান।

এ ব্যাপারে পুকুর মালিক লাভলু লাজু মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাড়ির পাশে আমি ইট দিয়ে প্রাচীর নির্মাণ করে দিয়েছি। তাদের বাড়ির মেঝেতে নতুন মাটি কাটার কারণে ফাটল দেখা দিয়েছে। আবাদী ফসলের জমি পুকুরে বিলিন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আগামী মৌসুমে পুকুরের পাড় বেধে দিলেই আর সমস্যা হবে না।

এ ব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান বলেন, এ বিষয়ে অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

বগুড়ায় প্রাইভেট কারে মিললো ৫০৮ বোতল ফেনসিডিল, ৩ জন গ্রেফতার

জয়পুরহাটের পাঁচবিবিতে কৃষকের ২২শ’ বাঁধাকপির চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা

বেতন-ভাতা নেবেন না প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী

সিরাজগঞ্জের কাজিপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার ১

‘নারীদের স্বাধীনতা,মানুষের নিরাপত্তা,কর্মসংস্থান নিশ্চিত করতে পারলে তাকেই সংস্কার বলব’