নারায়ণগঞ্জের রূপগঞ্জে জেএসসি পরীক্ষার্থী প্রিয়াংকা হত্যা মামলায় হাসান (২৮) নামের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত হাসান রূপগঞ্জের বরাবো এলাকার ফজলুল হকের ছেলে। রায় ঘোষণার সময়ে তিনি আদালতে উপস্থিত ছিলেন না।
রায়ের সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, ২০১৭ সালে রূপগঞ্জ থানায় করা একটি মামলায় আদালত এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
আরও পড়ুন
আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা বলেন, ২০১৭ সালের ৬ নভেম্বর রূপগঞ্জের তারাব পৌরসভার বরাব এলাকার মহিউদ্দিনের মেয়ে জেএসসি পরীক্ষার্থী প্রিয়াংকার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত প্রিয়াংকা বরাব এলাকায় অবস্থিত হাজী আয়েত আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। এই ঘটনায় স্কুল শিক্ষার্থীর বাবা মহিউদ্দিন বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন।
সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেছেন।