ভিডিও মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪

প্রতিদিন ১১ ঘণ্টা বন্ধ থাকবে মহাখালী ফ্লাইওভারের এক লেন

প্রতিদিন ১১ ঘণ্টা বন্ধ থাকবে মহাখালী ফ্লাইওভারের এক লেন

প্রতিদিন রাত ৯টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত মহাখালী ফ্লাইওভারের কাকলীমুখী লেনে যানচলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও মহানগর পুলিশের গুলশান ট্রাফিক বিভাগ।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানান, মহাখালী ফ্লাইওভারের ক্ষতিগ্রস্ত এক্সপেনশন জয়েন্টসমূহ প্রতিস্থাপন কাজ চলমান রয়েছে। তাই ৫ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৯টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত জাহাঙ্গীর গেইট থেকে কাকলী অভিমুখি যানবাহন শুধু ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করতে পারবে।

 

তিনি জানান, আগামী ১২ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৯টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত কাকলী থেকে জাহাঙ্গীর গেইট অভিমুখী যানবাহন শুধু ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করতে পারবে।

আরও পড়ুন

গুলশান ট্রাফিক বিভাগের এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্মানীত নগরবাসী, ঢাকা উত্তর সিটি করপোরেশন এর বরাতে আপনাদের সবার অবগতির জন্য এই মর্মে জানানো যাচ্ছে যে, মহাখালী ফ্লাইওভার এর Expansion Joint সমূহ প্রতিস্থাপন কাজ চলমান রয়েছে।

এতে আরও বলা হয়, ১. আগামী ০৫ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৯টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত জাহাঙ্গীর গেইট থেকে কাকলী অভিমুখী যানবাহনসমূহ শুধু ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করতে পারবে।

২. আগামী ১২ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৯টা থেকে পরেরদিন সকাল ৮ টা পর্যন্ত কাকলী থেকে জাহাঙ্গীর গেইট অভিমুখী যানবাহন শুধু ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করতে পারবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকরা দেশের পিলার ও সংবাদ সমাজের আয়না : রংপুরে নবাগত বিভাগীয় কমিশনার

বগুড়া শহরে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত বড় যানবাহন প্রবেশ নিষিদ্ধ

পাবনার লালন শাহ সেতুর ওপর মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

দেশে সাড়ে তিন কোটি শিশুর রক্তে বিপজ্জনক মাত্রায় সিসা: ইউনিসেফ

চাঁপাইনবাবগঞ্জে আ’লীগের দুই ইউপি চেয়ারম্যান, ২ মেম্বারসহ ১১ নেতাকর্মী কারাগারে

করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থী জুঁইয়ের জাতীয় সাঁতারে কৃতিত্ব