ভিডিও বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে আ’লীগের দুই ইউপি চেয়ারম্যান, ২ মেম্বারসহ ১১ নেতাকর্মী কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে আ’লীগের দুই ইউপি চেয়ারম্যান, ২ মেম্বারসহ ১১ নেতাকর্মী কারাগারে, প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে বিগত সরকার পতনের আন্দোলনকারী ছাত্র-জনতার অবস্থান ও বিক্ষোভের ওপর ককটেল বিস্ফোরণ ও হামলার অভিযোগে সদর থানায় দায়ের একটি মামলায় সদর উপজেলার আওয়ামী লীগ দলীয় দুই ইউপি চেয়ারম্যান, দুই ইউপি সদস্যসহ ১১ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্র্রেট (সদর) মো. আশরাফুল ইসলামের আদালতে ওই ১১ আসামি আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত আবেদন নামঞ্জুর করে সকলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

১১ জনের মধ্যে রয়েছেন মহারাজপুর ইউপি চেয়ারম্যান নাহিদ ইসলাম রাজন, বারঘরিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মো. খোকন, বারঘরিয়া ইউপি সদস্য মো. আবদুল্লাহ ও মো. সওদাগর।

আসামিপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক ও আদালত পুলিশ পরিদর্শক সূকোমল চন্দ্র দেবনাথ বলেন, গত ৪ আগস্ট বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলা মোড় এলাকায় হামলার ঘটনার অভিযোগে গত শুক্রবার (১ নভেম্বর) সদর থানায় বিস্ফোরক আইনের ৩, ৪ ও ৬ ধারাসহ দন্ডবিধির অনান্য ধারায় মামলা করেন বারঘরিয়া কালিতলা এলাকার বাসিন্দা ও আন্দোলনকারী ছাত্র ইউসুফ আলী (২০)।

আরও পড়ুন

মামলায় সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল ওদুদকে প্রধান, মহারাজপুর ইউপি চেয়ারম্যান রাজনকে ২ নং ও বারঘরিয়া ইউপি চেয়ারম্যান হারুনকে ৩নং সহ  ২৬ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে আসামিদের উপস্থিতি ও হুকুমে ওই হামলা চালানো হয় ও এতে কয়েকজন আন্দোলনকারী আহত হন বলে উল্লেখ করা হয়। আত্মসমর্পণকারী এজাহারনামীয় আসামি বলেও জানায় সূত্রগুলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরকে গ্রাহকদের সাথে নিয়ে স্বাগত জানালো সেইলর 

গ্রাহকদের সাথে নিয়ে নতুন বছরকে স্বাগত জানালো সেইলর

ধরা-ছোঁয়ার বাইরে রংপুর

খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান

খুলনায় বৈষম্যবিরোধীদের ওপর হামলায় নারীসহ আহত ৮, দু’জন আইসিইউতে

সরকারি দফতরে তদবির বন্ধে সচিবদের কাছে তথ্য উপদেষ্টার চিঠি