ভিডিও বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

মাগুরায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগে প্রতারণা; গ্রেপ্তার ৬

মাগুরায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগে প্রতারণা; গ্রেপ্তার ৬

নিউজ ডেস্ক:  পুলিশের কনস্টেবল পদে ছয় লাখ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মাগুরায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন- ফরিদপুর সদরের মেহেদী হাসান শিকদার (২৭), মাগুরা সদরের মো. বাবলু মল্লিক (৩৮), নকলা এলাকার মো. কবির হোসেন (৩৯), গোপালগঞ্জের কাশিয়ানীর অবসরপ্রাপ্ত সেনা সদস্য (কর্পোরাল সেনা নং-২৪০৫৮১৮) মো. মিরাজুল ইসলাম (৫৬), মাগুরা সদরের নিজনান্দুয়ালী এলাকার মো. রাসেল শেখ (২৮) ও মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুরের মো. হাবিবুর রহমান (৪৫)। 

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে আত্মসাতের ৬৭ হাজার টাকা, একটি কালো রংয়ের টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি, গ্রেপ্তারকৃত আসামি অবসরপ্রাপ্ত কর্পোরাল মো. মিরাজুল ইসলাম (৫৬)-এর নিজ নামে লাইসেন্সকৃত একটি শটগান, চার রাউন্ড গুলি এবং সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আরও পড়ুন

এ ঘটনায় মোছা. পলি বেগম বাদী হয়ে মাগুরা সদর থানায় গ্রেপ্তারকৃতদের নামে প্রতারণার অভিযোগে মামলা করেছেন। 

মামলার অভিযোগে বলা হয়েছে, গ্রেপ্তারকৃত ছয়জন ও তাদের সহযোগীরা সরকারের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এপিএস, নিরাপত্তা প্রহরী ও গানম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পাইয়ে দেওয়ার কথা বলে তারা টাকা হাতিয়ে নেন। এছাড়াও তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রতারণার অভিযোগ রয়েছে।

মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা জানান, অভিযুক্তরা চাকরি দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দেশের বিভিন্ন এলাকা হতে মানুষের কাছ থেকে প্রতারণামূলকভাবে মোটা অংকের অর্থ আত্মসাৎ করে আসছে। এ ঘটনায় মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেতু মেরামতের আশায় বীরগঞ্জের ৬ গ্রামের মানুষ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ধামইরহাটে ৮৩ শতাংশ জমির ধান নষ্ট করার অভিযোগ

১১তম বিপিএলের আসর শুরু ৩০ ডিসেম্বর, চূড়ান্ত সূচি প্রকাশ

জয়পুরহাটের কালাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ার সারিয়াকান্দিতে হেরোইনসহ মাদককারবারি আটক