ভিডিও বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

ভোমরা কাস্টমসে পিওনে নিয়োগ দেওয়ার প্রতারণায় আটক ১

ভোমরা কাস্টমসে পিওনে নিয়োগ দেওয়ার প্রতারণায় আটক ১

নিউজ ডেস্ক: ভোমরা বন্দর এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় পিওন পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগে ওয়ালিদ হোসেন বাপ্পী নামে এক ব্যক্তিকে আটক করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ।

মঙ্গলবার (০৫ নভেম্বর) রাতে তাকে আটক করা হয়।

সাতক্ষীরা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাজরিয়া হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ওয়ালিদ হোসেন বাপ্পী গোপালগঞ্জ সদরের পূর্ব নিজরা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

আরও পড়ুন

ভুক্তভোগী ঢাকার মতিঝিল গোপীবাগ এলাকার মেহেদী হাসান বলেন, ৪ বছর আগে তমা গ্রুপে বাপ্পী ও আমি একসঙ্গে কাজ করতাম। পরে তার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। গতকাল (সোমবার, ০৪ নভেম্বর) তিনি হঠাৎ আমাকে ফোন করে বলেন, ‘স্যার ভোমরা কাস্টমসে পিয়ন পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। একটা ছেলে লাগবে। কাউকে কোনো ঘুষ দেওয়া লাগবে না। তবে মিষ্টি খাওয়াতে বিশ হাজার টাকা দিতে হবে।’ তখন আমি আমার ছোট ভাইকে ওই পদে নেওয়ার কথা বললে তিনি আমার ভাইকে ভোমরায় যেতে বলেন।

সে অনুযায়ী আজ (মঙ্গলবার) সকালে আমি ও আমার ভাই জাহিদ হাসান জয় ভোমরায় এসে তার সঙ্গে দেখা করে প্রথমে ২০ হাজার টাকা ও পরে আরও এক হাজার টাকা দেই এবং তিনি সব কাগজপত্র নিয়ে চলে যান। এরপর তিনি তার ফোন বন্ধ করে দেন। আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেননি। পরে ভোমরা এলাকায় তার ছবি দেখিয়ে স্থানীয়দের সহযোগিতায় আমরা বাপ্পীকে আটক করে পুলিশে খবর দেই। পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। 

সাতক্ষীরা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাজরিয়া হোসাইন বলেন, স্থানীয়রা আটক করে ওয়ালিদ হোসেন বাপ্পীকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার কথা স্বীকার করেছেন। তাকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেতু মেরামতের আশায় বীরগঞ্জের ৬ গ্রামের মানুষ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ধামইরহাটে ৮৩ শতাংশ জমির ধান নষ্ট করার অভিযোগ

১১তম বিপিএলের আসর শুরু ৩০ ডিসেম্বর, চূড়ান্ত সূচি প্রকাশ

জয়পুরহাটের কালাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ার সারিয়াকান্দিতে হেরোইনসহ মাদককারবারি আটক