ভিডিও শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫

কিশোরগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১,আহত ৪

কিশোরগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১,আহত ৪

নিউজ ডেস্ক:  কিশোরগঞ্জে, কিশোরগঞ্জ-করিমগঞ্জ আঞ্চলিক সড়কের নতুন বৌলাই এলাকায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত সুন্দর আলী (৫০) করিমগঞ্জ উপজেলার রাজকুন্তি গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে।

অন্যদিকে আহত অটোরিকশা যাত্রী মরিয়ম (৩০) সদর উপজেলার তের হাসিয়া গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী এবং আরেক শোলাকিয়া এলাকার খোকন মিয়ার ছেলে বায়েজিদ (২০)। আহত অন্য দুইজনের পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাব উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, কিশোরগঞ্জ জেলা শহর থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি করিমগঞ্জের দিকে যাচ্ছিলো। পথে নতুন বৌলাই এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হলে অটোরিকশার যাত্রী সুন্দর আলী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী এবং এক নারীসহ অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হন। 

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে দুইজনকে সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, একজনকে কিশোরগঞ্জ সদর হাসপাতাল এবং আরেকজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠায়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরকে গ্রাহকদের সাথে নিয়ে স্বাগত জানালো সেইলর 

গ্রাহকদের সাথে নিয়ে নতুন বছরকে স্বাগত জানালো সেইলর

ধরা-ছোঁয়ার বাইরে রংপুর

খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান

খুলনায় বৈষম্যবিরোধীদের ওপর হামলায় নারীসহ আহত ৮, দু’জন আইসিইউতে

সরকারি দফতরে তদবির বন্ধে সচিবদের কাছে তথ্য উপদেষ্টার চিঠি