পেনসিলভানিয়ায় জিতলেই আমরা জিতে যাব : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নির্বাচনে পেনসিলভানিয়া রাজ্যে জিততে পারলেই ভোটে জিতে যাবেন মনে করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাতে ফিলাডেলফিয়ার একটি রেডিওকে এসব কথা বলেন ট্রাম্প। খবর : সিএনএন।
ট্রাম্প বলেন, আমরা এই দেশকে অন্য যেকোনো সময়ের চেয়ে উন্নত করতে চলেছি, কিন্তু আমাদের লাইনে থাকতে হবে। আপনাকে বিপদে ফেলার সুযোগ তাদের দেবেন না। আপনারা ভোট দিন, এর সম্পূর্ণ আইনি আপনাদের অধিকার আছে। যদি আমরা পেনসিলভানিয়ায় জিতে যাই, তবে আমরা পুরোটা জিততে চলেছি। আমরা সবকিছু জিতব। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে এখনো ভোট গ্রহণ চলছে। ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে কোনো কোনো অঙ্গরাজ্যে ভোট গ্রহণ শেষ হয়েছে, কোথাও শেষের পথে, কোথাও এখনো চলছে। বুথ ফেরত জরিপে এখন পর্যন্ত এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প।
বিশ্লেষকরা বলছেন, নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবে দোদুল্যমান ৭টি অঙ্গরাজ্য। এই ৭ অঙ্গরাজ্যের মধ্যে পেনসিলভানিয়া একটি। অন্য ৬টি হলো-নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া, মিশিগান, উইসকনসিন, অ্যারিজোনা ও নেভাদা। এই অঙ্গরাজ্যগুলোতে কেউই সুনির্দিষ্টভাবে এগিয়ে নেই।
আরও পড়ুন
মন্তব্য করুন