গাজীপুরে ফ্ল্যাটে পা বেঁধে দুই যুবককে গলাকেটে হত্যা
নিউজ ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন মাধবপুর উত্তরপাড়া এলাকার একটি ফ্ল্যাটবাসা থেকে নাবিস্কো ফুড প্যাকেজিং নামের একটি কারখানা দুই শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- ভোলা সদর উপজেলার চর ভেদরিয়া গ্রামের জাফর আলীর ছেলে সুফিয়ান আহমেদ (২৩) ও সাতক্ষীরার দেবহাটা উপজেলার ডেলটা গ্রামের রবিউল ইসলামের ছেলে রাসেল মিয়া (২২)। তারা দুইজনই স্থানীয় নাবিস্কো ফুড প্যাকেজিং নামের একটি কারখানায় চাকরি করতেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মাধবপুর উত্তরপাড়া এলাকায় রেজাউল ইসলাম নামের এক ব্যক্তির চারতলা একটি ভবন রয়েছে। ওই ভবনের নীচতলা থেকে তিনতলা পর্যন্ত রাজু ক্যাডেট একাডেমী নামের একটি স্কুল ভাড়া দেওয়া। আর ভবনের চারতলার একটি ফ্ল্যাটে কারখানা শ্রমিক সুফিয়ান ও রাসেল ভাড়া থাকতেন। বাড়িটি দেখাশোনার দায়িত্বে আছেন শাহজাহান বকুল। ওই বাসা থেক কিছু দুরেই নাবিস্কো ফুড প্যাকেজিং কারখানায় ওই দুই শ্রমিক কাজ করতেন। মঙ্গলবার সকাল থেকে সুফিয়ান এবং রাসেল কাজে না যাওয়ায় কয়েকবার কারখানা থেকে তাদের মুঠোফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়। পরে রাত ১০টার দিকে কারখানা থেকে বাড়ির কেয়ারটেকার শাহজাহান বকুলকে ফোন করে বলা হয়, ‘ওরা দুইজন সকাল থেকে কাজে আসেনি। খোঁজ নিয়ে দেখবেন ওরা বাসায় আছে কি না।’ পরে রাতে শাহজাহান চারতলায় গিয়ে দেখেন তাদের ফ্লাটের দরজা খোলা, ভিতরে গিয়ে তাদের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আরও পড়ুনপুলিশ জানায়, তাদের ফ্ল্যাটে প্রচুর সিগারের প্যাকেট ও নেশা করার সামগ্রী পাওয়া গেছে। এছাড়া আরও কিছু আলামত থেকে ধারণা করা হচ্ছে, নেশা অথবা জুয়া খেলা নিয়ে ঝামেলায় দুর্বৃত্তরা তাদের পা বেধে গলাকেট হত্যা করে পালিয়ে গেছে।
কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হানিফ বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে এরই মধ্যে অভিযান শুরু করা হয়েছে। এছাড়া এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন