ভিডিও শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫

সিনেটে সংখ্যাগরিষ্ঠতা রিপাবলিকানদের

সিনেটে সংখ্যাগরিষ্ঠতা রিপাবলিকানদের, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার (৫ নভেম্বর) শেষ হওয়ার পর ইতোমধ্যে ভোট গণনাও শেষ হয়েছে। আর এখন ফলাফল ঘোষণা হচ্ছে। ইতোমধ্যে কয়েকটি অঙ্গরাজ্যের ফলাফল প্রকাশও হয়েছে।

ঘোষণাকৃত ফলাফলে পশ্চিম ভার্জিনিয়া ও ওহাইওতে ডেমোক্রেটিক আসনের বিপরীতে রিপাবলিকানরা মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। যদিও গত চার বছর সিনেটে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা বজায় রেখেছিল ক্ষমতাসীন ডেমেক্রেটিক দল। সবশেষ তথ্য অনুযায়ী ৪১টি অঙ্গরাজ্যের ফলাফল ঘোষণা করা হয়েছে। এ নির্বাচনে ৫৩৮ ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৪৮টি। আর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস পেয়েছেন ২১৪টি। নির্বাচনটিতে জয়ী হতে প্রার্থীকে ম্যাজিক ফিগার ২৭০ পেতে হয়। সেই হিসাবে অনুযায়ী প্রেসিডেন্ট হওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের ইলেকটোরাল কলেজ ভোট প্রয়োজন ২৪টি এবং কমলা হ্যারিসের প্রয়োজন ৬০টি।

আরও পড়ুন

এদিকে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রিপাবলিকান প্রার্থী ট্রাম্প উত্তর ক্যারোলিনা রাজ্যে কমলা হ্যারিসকে পরাজিত করেছেন। এ অবস্থায় রিপাবলিকান দল থেকে জানানো হয়েছে, একটি অসম্ভব রাজনৈতিক প্রত্যাবর্তনের অধ্যায় সম্পন্ন করতে এক ধাপ এগিয়ে যাওয়া হয়েছে তাদের। এরই মধ্যে জর্জিয়াতেও জয়ী হয়েছে রিপাবলিকানরা। আর মিশিগান, পেনসিলভানিয়া ও উইসকনসিনের জয়ের পথ সংকীর্ণ হওয়ায় এসব রাজ্যেও ট্রাম্পের জয়ের আশা করছে দলটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরকে গ্রাহকদের সাথে নিয়ে স্বাগত জানালো সেইলর 

গ্রাহকদের সাথে নিয়ে নতুন বছরকে স্বাগত জানালো সেইলর

ধরা-ছোঁয়ার বাইরে রংপুর

খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান

খুলনায় বৈষম্যবিরোধীদের ওপর হামলায় নারীসহ আহত ৮, দু’জন আইসিইউতে

সরকারি দফতরে তদবির বন্ধে সচিবদের কাছে তথ্য উপদেষ্টার চিঠি