ভিডিও বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

সাতক্ষীরা থানার লুট হওয়া পিস্তলসহ আটক ২

সাতক্ষীরা থানার লুট হওয়া পিস্তলসহ আটক ২

সাতক্ষীরা সদর থানা থেকে লুট হওয়া পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী।

আজ বুধবার (৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাতক্ষীরা সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক এ তথ্য জানিয়েছেন।

এর আগে সোমবার ও মঙ্গলবার সদর উপজেলার কুচপুকুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ নভেম্বর ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের কুচপুকুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী মুকুল হোসেনকে তার বাড়ি থেকে আটক করা হয়। তার স্বীকারোক্তি মতে মঙ্গলবার ভোরে একই এলাকার নজরুল ইসলামের ছেলে আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

 

আরও পড়ুন

এসময় তার কাছ থেকে একটি নাইন এম এম পিস্তল, এক রাউন্ড গুলি ও ম্যাগাজিন, তিনটি পাসপোর্ট, এক লাখ ইরাকি দিনার ও দুই লাখ দুই হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া একটি ড্রাইভিং লাইসেন্সও জব্দ করা হয়। তাদের কাছে পাওয়া অস্ত্রটি এর আগে সদর থানা থেকে লুট হয়েছিল।

গ্রেপ্তারকৃত দুই অস্ত্র ব্যবসায়ীর নামে সাতক্ষীরা সদর থানা ভাঙচুর, লুটপাট, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তাদের অস্ত্রসহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেতু মেরামতের আশায় বীরগঞ্জের ৬ গ্রামের মানুষ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ধামইরহাটে ৮৩ শতাংশ জমির ধান নষ্ট করার অভিযোগ

১১তম বিপিএলের আসর শুরু ৩০ ডিসেম্বর, চূড়ান্ত সূচি প্রকাশ

জয়পুরহাটের কালাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ার সারিয়াকান্দিতে হেরোইনসহ মাদককারবারি আটক