ভিডিও বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

বাংলাদেশকে ২৩৬ রানের লক্ষ্য দিলো আফগানরা

বাংলাদেশকে ২৩৬ রানের লক্ষ্য দিলো আফগানরা

স্পোর্টস ডেস্ক : হাশমতউল্লাহ শাহিদি ও মোহাম্মদ নবির ফিফটিতে চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশকে ২৩৬ রানের টার্গেট দিয়েছে তারা। আজ বুধবার (৬ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় আফগানিস্তান।

দলীয় ৭ রানে ৭ বলে ৫ রান করে সাজঘরে ফিরে যান রহমানুল্লাহ গুরবাজ। তাকে আউট করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। গুরবাজের বিদায়ের পর ক্রিজে আসা রহমত শাহকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন অভিষিক্ত সেদিকউল্লাহ আতাল।

শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন এই দুই ব্যাটার। তবে দলীয় ৩০ রানে ফের উইকেট হারায় আফগানরা। ১৩ বলে ২ রান করা রহমতকে সাজঘরে ফেরান পেসার মোস্তাফিজুর রহমান। এরপর দ্রুতই আফগান শিবিরে আরও জোড়া আঘাত হানেন মোস্তাফিজ। অভিষিক্ত সেদিকউল্লাহ ও আজমতুল্লাহ ওমরজাইকে আউট করেন তিনি। সেদিকউল্লাহ ২৯ বলে ২১ ও ওমরজাই রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান।

আফগান অধিনায়ক হাশমতউল্লাহ ও গুলবাদিন নাইব মিলে ইনিংস মেরামতের চেষ্টা করেন। তবে দলীয় ৭১ রানে ৩২ বলে ২২ রান করে তাসকিন বলে সাজঘরে ফিরে যান নাইব। তার বিদায়ে ফের হোঁচট খায় আফগানিস্তান। এরপর ক্রিজে আসা নবিকে সঙ্গে নিয়ে দেখেশুনে খেলতে থাকেন হাশমতউল্লাহ। এই দুই ব্যাটারের ব্যাটে একশো পেরোয় আফগানরা।

আরও পড়ুন

সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন তারা। ১০৪ রানের জুটি গড়েন এই দুই আফগান ব্যাটার। তবে দলীয় ১৭৫ রানে ৯২ বলে ৫২ রান করে আউট হন হাশমতউল্লাহ। এরপর দ্রুতই আরও তিন উইকেট তুলে নেন টাইগার বোলাররা।

রশিদ খান ১১ বলে ১০, নবি ৭৯ বলে ৮৪ ও এ এম গজানফর রানের খাতা খোলার আগেই আউট হন। শেষ ব্যাটার হিসেবে ফজলহক ফারুকি আউট হলে ৪৯ ওভার ৪ বলে ২৩৫ রানে অলআউট হয় আফগানিস্তান। বাংলাদেশের পক্ষে তাসকিন ও মোস্তাফিজ নেন ৪টি করে উইকেট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেতু মেরামতের আশায় বীরগঞ্জের ৬ গ্রামের মানুষ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ধামইরহাটে ৮৩ শতাংশ জমির ধান নষ্ট করার অভিযোগ

১১তম বিপিএলের আসর শুরু ৩০ ডিসেম্বর, চূড়ান্ত সূচি প্রকাশ

জয়পুরহাটের কালাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ার সারিয়াকান্দিতে হেরোইনসহ মাদককারবারি আটক