ভিডিও বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

জবির এআইএস বিজনেস ক্লাবের সভাপতি আদিব ও সাধারণ সম্পাদক টুটুল

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একাউন্টিং ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থীদের প্লাটফর্ম এআইএস বিজনেস ক্লাবের নব কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিভাগের ১৪ তম আবর্তনের শিক্ষার্থী মোহাইমিনুর রহমান খান আদিবকে সভাপতি ও রাজু রায়হান টুটুলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কমিটি ঘোষণা করা হয়।

ডিপার্টমেন্টর বর্তমান চেয়ারম্যান প্রফেসর ডক্টর শামসুন নাহার,, ক্লাব মডারেটর ডঃ কাজী মোঃ নাসির উদ্দিন,, এবং সাবেক সভাপতি শাহরিয়ার কবির রিশাত,সাধারণ সম্পাদক খালিদ হাসান আদর এর উপস্থিতি ও স্বাক্ষরের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার এআইএস বিজনেস ক্লাব হতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির নাম উল্লেখ করা হয়।

৪১ সদস্য বিশিষ্ট কমিটিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে ফাহিমুল হক ফাহিম, সাদিয়া আফরিন নিশাত, ওয়াকিল হাসানকে নির্বাচিত করা হয়েছে। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন রাজিয়া আক্তার রিতু, শাহরিয়ার বিশ্বাস রাহাত ও রোকাইয়া আক্তার স্বর্নালী।

আরও পড়ুন

এ সম্পর্কে আদিব বলেন," দায়িত্ব আর নেতৃত্ব আলাদা,, নেতৃত্ব দেওয়ার পাশাপাশি যে দায়িত্ব নিতে জানে সে সফলতার দার প্রান্তে যেতে পারে। ক্লাবের সুন্দর ভবিষ্যতের জন্য সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ক্লাবে নতুনদের মাধ্যমে নতুন মাত্রা সংযোগ হবে বলে আমি মনে করি। সৃজনশীলতা,, ক্যারিয়ার অ্যাক্টিভিটি,, এবং নতুন ধারা আনয়নের মাধ্যমে ক্লাবকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। অল্প সময়েও নিজের সর্বোচ্চ দিয়ে ক্লাবকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতি আমি প্রতিজ্ঞাবদ্য । "

সাধারণ সম্পাদক টুটুল বলেন,"এইআইএস বিজনেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে আমার লক্ষ্য ক্লাবকে একটি উদ্ভাবনী ও শিক্ষণীয় প্ল্যাটফর্মে রূপান্তর করা, যেখানে সদস্যরা একাউন্টিং এবং ব্যবসায়িক দক্ষতা অর্জনের পাশাপাশি নেটওয়ার্কিংয়ের সুযোগ পাবে। আমরা বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনার এবং ইন্ডাস্ট্রি ইনসাইটসের আয়োজন করে সদস্যদের পেশাগত উন্নয়নে সহায়তা করতে চাই। আমাদের ভবিষ্যৎ লক্ষ্য ক্লাবকে এমন একটি স্থানে নিয়ে যাওয়া যেখানে শিক্ষার্থীরা একাডেমিক শিক্ষার সাথে বাস্তব অভিজ্ঞতার মেলবন্ধন ঘটিয়ে নিজেদের ক্যারিয়ার গঠনে এগিয়ে যেতে পারবে।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেতু মেরামতের আশায় বীরগঞ্জের ৬ গ্রামের মানুষ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ধামইরহাটে ৮৩ শতাংশ জমির ধান নষ্ট করার অভিযোগ

১১তম বিপিএলের আসর শুরু ৩০ ডিসেম্বর, চূড়ান্ত সূচি প্রকাশ

জয়পুরহাটের কালাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ার সারিয়াকান্দিতে হেরোইনসহ মাদককারবারি আটক