ভিডিও বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

পোশাক শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, তীব্র যান

পোশাক শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, তীব্র যান

নিউজ ডেস্ক:  গাজীপুর মহানগরীর টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে কর্মসূচি পালন করছেন । 

শনিবার (৯ নভেম্বর) সকাল ৯টার পর মালেকের বাড়ি এলাকায় তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এর আগে গত মঙ্গলবার তারা একই দাবিতে প্রায় ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখে।

এদিকে অবরোধের কারণে সকাল থেকেই মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে কর্মস্থলে ও গন্তব্যে পৌঁছাতে তীব্র ভোগান্তিতে পড়ে যাত্রীরা।

পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, কারখানাটিতে কয়েক মাসের বেতন বকেয়া রয়েছে। বেতন-ভাতা না দিয়ে কারখানা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এ বিষয়ে বার বার কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। 

আরও পড়ুন

এসময় শরিফুল ইসলাম নামে ওই কারখানার এক শ্রমিক বলেন, আমাদের বেতন না দিয়েই কারখানা বন্ধ রাখা হয়েছে। এ জন্য আমরা আন্দোলনে নেমেছি। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা মহাসড়ক ছাড়বো না।

 এ বিষয়ে টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেড কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। 
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাহেদুল ইসলাম বলেন, টি অ্যান্ড জেড কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে রেখেছে। তাদের সঙ্গে আলোচনা চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেতু মেরামতের আশায় বীরগঞ্জের ৬ গ্রামের মানুষ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ধামইরহাটে ৮৩ শতাংশ জমির ধান নষ্ট করার অভিযোগ

১১তম বিপিএলের আসর শুরু ৩০ ডিসেম্বর, চূড়ান্ত সূচি প্রকাশ

জয়পুরহাটের কালাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ার সারিয়াকান্দিতে হেরোইনসহ মাদককারবারি আটক