ভিডিও বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

দিনাজপুরের হিলিতে সবজির দাম কমলেও, বেড়েছে পেঁয়াজের দাম

দিনাজপুরের হিলিতে সবজির দাম কমলেও, বেড়েছে পেঁয়াজের দাম

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুর হিলি বাজারে উঠতে শুরু করেছে সব ধরনের শীতকালীন সবজি। এতে অনেক সবজির দাম আগের চেয়ে  কমে এসেছে। দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতারা।

হিলি সবজি বাজার ঘুরে দেখা যায়, গত দুই সপ্তাহ আগে বেগুনের কেজি ছিলো ৮০ টাকা আজ তা বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে, ৬০ টাকার পটল বিক্রি হচ্ছে ৩০ টাকা, ১২০ টাকার করলা বিক্রি হচ্ছে ৭০ টাকা, ২৪০ টাকার শিম বিক্রি হচ্ছে ১৬০ টাকা, ১২০ টাকার ফুলকপি-বাঁধাকপি বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি, ৬০ টাকার শসা ৪০ টাকা কেজি, ৭০ টাকার মিষ্টি কুমড়া ৫০ টাকা কেজি, আলু বিক্রি হচ্ছে ৫৫ টাকা কেজি, ২৪০ টাকা কেজি দরের কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি।

তবে হিলি বাজারে ঘুরে দেখা যায়, বাজারের প্রতিটি দোকানেই আমদানিকৃত ও দেশী পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। কদিন আগে ভারত থেকে আমদানি করা প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ৮৫-৯০ টাকা, বর্তমানে তা বেড়ে ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজের দাম কেজিতে ১শ’ থেকে বেড়ে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন

বাজারে সবজি কিনতে আসা একজন ক্রেতা জানান, কিছুদিন আগেও সবজির দাম ছিলো আকাশ ছোঁয়া। আজ বাজারে এসে অনেক স্বস্তি পাচ্ছি। প্রতিটা সবজির দাম কমে গিয়েছে। তবে আরও দাম কমে গেলে আমাদের অনেক উপকার হবে।

সবজি ব্যবসায়ীরা জানান, বাজারে শীতকালীন সবজি উঠতে শুরু করেছে। যার কারণে দামও কমতে শুরু করেছে। দাম কমে যাওয়ায় বেচা-বিক্রি ভাল হচ্ছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে আমরা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছি। কারও বিরুদ্ধে বাড়তি দাম নেয়ার অভিযোগ পাওয়া গেলে আর্থিক জরিমানা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেতু মেরামতের আশায় বীরগঞ্জের ৬ গ্রামের মানুষ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ধামইরহাটে ৮৩ শতাংশ জমির ধান নষ্ট করার অভিযোগ

১১তম বিপিএলের আসর শুরু ৩০ ডিসেম্বর, চূড়ান্ত সূচি প্রকাশ

জয়পুরহাটের কালাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ার সারিয়াকান্দিতে হেরোইনসহ মাদককারবারি আটক