আবার পর্দায় ফিরলেন তারা তিনজন
জনপ্রিয় কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের নাটকে অভিনয় করে ব্যাপকভাবে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিন অভিনেতা ডা. এজাজ, ফারুক আহমেদ ও স্বাধীন খসরু। কমেডি চরিত্রে অভিনয়ের জন্য ব্যাপক জনপ্রিয় তারা তিনজন। এই ত্রয়ীদের পর্দার রসায়ন নিয়ে দর্শকদের মধ্যে এখনও রয়েছে আলোচনা। তবে হুমায়ূন আহমেদের মৃত্যুর পর বেশ অনেক দিন হলো তাদের একসঙ্গে পর্দায় দেখা যাচ্ছিল না।
নতুন খবর হচ্ছে, দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে এই তিনজনকে। শুক্রবার (৮ নভেম্বর) মুক্তি পাওয়া ‘রং ঢং’ সিনেমায় অভিনয় করেছেন এ তিনজন।
ডা. এজাজ ও স্বাধীন খসরু কেউই পেশাদার অভিনেতা ছিলেন না। হুমায়ূন আহমেদের হাত ধরেই তারা জনপ্রিয়তা পান। ‘উড়ে যায় বকপক্ষী’, ‘তারা তিনজন’সহ অনেক জনপ্রিয় নাটকে দেখা গেছে তাদের।
ডা. এজাজ আর ফারুক আহমেদ এখনো কাজ করছেন। অন্যদিকে দেশের বাইরে চলে যাওয়ায় অনেক দিন পর্দায় নেই স্বাধীন খসরু। আহসান সারোয়ার নির্মিত ‘রং ঢং’ সিনেমায় তারা অভিনয় করেছিলেন বেশ আগে। ঘটনাচক্রে সিনেমাটি শুক্রবার (৮ নভেম্বর) মুক্তি পেল।
আরও পড়ুন২০১৯ সালে সিনেমাটির কয়েকটি দৃশ্যে কাচি চালায় সেন্সর বোর্ড। সেসব দৃশ্যে পরিবর্তন শেষে আবার জমা দিলে সিনেমাটিকে ‘নিষিদ্ধ’ও করা হয়। নির্মাতার দাবি, কোনো কারণ ছাড়াই তখন সিনেমাটিকে আটকে রাখা হয়েছিল। এরপর আপিল বোর্ডের কাছে আবেদন করলে মুক্তির ছাড়পত্র মেলে, উঠিয়ে নেওয়া হয় নিষেধাজ্ঞা।
‘রং ঢং’ সিনেমায় দেখা যাবে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির কিছু নবীনের প্রতারিত হওয়ার গল্প। তেমনই একটি চরিত্রে রয়েছেন ‘মীরাক্কেল’ অভিনেতা জামিল হোসেন। যিনি গায়ক হওয়ার জন্য আসেন। কিন্তু একপর্যায়ে নিঃস্ব হয়ে যান।
ডা. এজাজ, ফারুক আহমেদ ও স্বাধীন খসরু ছাড়া সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, আরমান পারভেজ মুরাদ, সোহেল মণ্ডল প্রমুখ।
মন্তব্য করুন