ভিডিও বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

আরেক অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে বাসে সংঘর্ষ; ২ নিহত 

আরেক অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে বাসে সংঘর্ষ; ২ নিহত 

নিউজ ডেস্ক:  ময়মনসিংহের নান্দাইল পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডের মহিলা কলেজ এলাকায় বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের আব্দুল হেকিমের ছেলে অটোরিকশাচালক রহমত উল্লাহ (৪৫) ও ঝালুয়া এলাকার আব্দুল জলিলের ছেলে হাবিবউল্লাহ (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নান্দাইল চৌরাস্তা থেকে দুটি অটোরিকশা একটি অন্যটিকে ওভারটেক করে নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা কিশোরগঞ্জগামী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ পাঁচজন আহত হন।

পরে স্থানীয়রা টের পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন কর্তব্যরত চিকিৎসক। অপর চারজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। সেখান থেকে ময়মনসিংহে আসার পথে একজন মারা যান।

আরও পড়ুন

অপর তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে একটার দিকে আরও একজন মারা যান। আহত অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ওসি খোরশেদ আলম বলেন, ঘটনাস্থলে কেউ মারা যায়নি। হাসপাতালে আনার পথে একজন ও চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেতু মেরামতের আশায় বীরগঞ্জের ৬ গ্রামের মানুষ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ধামইরহাটে ৮৩ শতাংশ জমির ধান নষ্ট করার অভিযোগ

১১তম বিপিএলের আসর শুরু ৩০ ডিসেম্বর, চূড়ান্ত সূচি প্রকাশ

জয়পুরহাটের কালাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ার সারিয়াকান্দিতে হেরোইনসহ মাদককারবারি আটক