ভিডিও বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

বংশালে বাসের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত; চালক পলাতক

বংশালে বাসের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত; চালক পলাতক

নিউজ ডেস্ক:  রাজধানীর বংশাল থানার সামনে রাস্তা পার হওয়ার সময় তানজিল পরিবহনের একটি বাসের ধাক্কায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মী আবুল কালাম নিহত হয়েছেন।

রোববার (১০ নভেম্বর) দুপুর একটা ৫০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে আসা পথচারী তাফসির বলেন, বংশাল থানার সামনে দিয়ে ওই ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী তানজিল পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।

আরও পড়ুন

তিনি আরো বলেন, আমরা তার কাছে থাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি আইডি কার্ড দেখতে পাই। সেখানে তার নাম আবুল কালাম লেখা এবং পদবী লেখা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একজন পরিচ্ছন্নতাকর্মী। প্রাথমিকভাবে আমরা ওই ব্যক্তির ঠিকানা জানতে পারিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি বংশাল থানা পুলিশকে জানিয়েছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেতু মেরামতের আশায় বীরগঞ্জের ৬ গ্রামের মানুষ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ধামইরহাটে ৮৩ শতাংশ জমির ধান নষ্ট করার অভিযোগ

১১তম বিপিএলের আসর শুরু ৩০ ডিসেম্বর, চূড়ান্ত সূচি প্রকাশ

জয়পুরহাটের কালাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ার সারিয়াকান্দিতে হেরোইনসহ মাদককারবারি আটক