ভিডিও বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

গাড়ি রক্ষণাবেক্ষণ সহায়তায় প্রিপেইড কার্ড চালু করেছে সাউথইস্ট ব্যাংক, মাস্টারকার্ড ও যান্ত্রিক 

সম্প্রতি দেশের গাড়ি মালিকদের জন্য সাউথইস্ট ব্যাংক পিএলসি. মাস্টারকার্ড ও যানবাহন রক্ষণাবেক্ষণ স্টার্টআপ যান্ত্রিক লিমিটেডের সঙ্গে অংশীদারিত্বে নতুন একটি প্রিপেইড কার্ড চালুর ঘোষণা দিয়েছে। এই বিশেষ কার্ডটি জ্বালানি খরচ নিয়ন্ত্রণ থেকে শুরু করে রক্ষণাবেক্ষণে বিশেষ সাশ্রয়ী সুবিধা প্রদান করবে। 

কার্ডহোল্ডাররা এই কার্ডের মাধ্যমে, হঠাৎ রাস্তায় গাড়ি খারাপ হলে ২০% ছাড়ে মেরামতের সুবিধা, গাড়ির বীমায় ১৫% পর্যন্ত ছাড়, নিয়মিত কার ওয়াশ, ইন্টেরিয়র পলিশ, পরিষ্কারের বিশেষ সুযোগ এবং মেরামতের ক্ষেত্রে সর্বোচ্চ ৩,০০০ টাকা পর্যন্ত সাশ্রয় উপভোগ করতে পারবেন। এলপিজি ব্যবহারের ক্ষেত্রে কার্ডহোল্ডারদের জন্য কিস্তি পরিশোধে বিনা সুদে ৫,০০০ টাকা পর্যন্ত ছাড়ের সুযোগ রয়েছে। 

প্রিপেইড কার্ডহোল্ডাররা মাস্টারকার্ডের ৮,০০০-এরও বেশি মার্চেন্ট পার্টনার আউটলেটে সেবা গ্রহণ করলে বিশেষ ছাড় পাবেন। এছাড়া রয়েছে, বছরে দুইবার বিনামূল্যে গাড়ির ফোম ওয়াশ, বিনামূল্যে ইঞ্জিনের তেল পরিবর্তন এবং গাড়ির সার্বিক অবস্থা ও এসি বিনামূল্যে চেকআপের সুবিধা।

আরও পড়ুন

সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন আশাবাদ ব্যাক্ত করেন যে এই অংশীদারিত্ব ব্যাংকের সেবার পরিসরকে বৈচিত্র্যময় করবে এবং কার্ডহোল্ডারদের গাড়ির সর্বোত্তম রক্ষণাবেক্ষণ নিশ্চিত করবে, যা তাদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। 

যান্ত্রিক লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও শুভ আল-ফারুক এবং মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল উভয়েই সাউথইস্ট ব্যাংক পিএলসি, মাস্টারকার্ড ও যান্ত্রিকের অংশীদারিত্বে এই নতুন কার্ডটি চালু করতে পেরে তাদের উচ্ছ্াস ব্যক্ত করেন। বাংলাদেশের ভোক্তা বাজার দ্রুত সম্প্রসারণ এবং গাড়ির মালিকের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায়, গাড়ির রক্ষণাবেক্ষণে সাশ্রয়ী সেবার চাহিদা বৃদ্ধি পেয়েছে। এই নতুন কার্ড এর মাধ্যমে গাড়ির মালিকরা অনন্য সুযোগ-সুবিধার পাশাপাশি শীর্ষ মানের সাশ্রয়ী সেবা উপভোগ করতে পারবেন বলে তারা উল্লেখ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কপ২৯ সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

পুলিশে ঊর্ধ্বতন ২৮ কর্মকর্তাকে বদলি

সেতু মেরামতের আশায় বীরগঞ্জের ৬ গ্রামের মানুষ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ধামইরহাটে ৮৩ শতাংশ জমির ধান নষ্ট করার অভিযোগ

১১তম বিপিএলের আসর শুরু ৩০ ডিসেম্বর, চূড়ান্ত সূচি প্রকাশ