ভিডিও বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

নাটোরে নাশকতা সৃষ্টির আশঙ্কায় আওয়ামী লীগের ৩৩ নেতাকর্মী আটক

নাটোরে নাশকতা সৃষ্টির আশঙ্কায় আওয়ামী লীগের ৩৩ নেতাকর্মী আটক, ছবি সংগৃহীত

নাটোর প্রতিনিধি : নূর হোসেন দিবস পালনের নামে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির আশঙ্কা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নাটোর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৩ আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

গত শনিবার দিনগত রাত থেকে আজ রোববার (১০ নভেম্বর) দুপুর পর্যন্ত জেলার ৭টি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃতদের মধ্যে রয়েছেন বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আব্দুল বারেক সরদার, নলডাঙ্গা পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মো. সাহেব আলী, সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওসমান গনী ভুইয়া, সিংড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম রেজাসহ নলডাঙ্গা, বড়াইগ্রাম, সদর, সিংড়া থানার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী।

আরও পড়ুন

নাটোরের পুলিশ সুপার মারুফাত হুসাইন এ তথ্য নিশ্চিত করে জানান, গোয়েন্দা তথ্য অনুযায়ী গত শনিবার দিনগত রাত থেকে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে ৩৩ জনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজা ও লেবাননজুড়ে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ১০৭

কপ২৯ সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

পুলিশে ঊর্ধ্বতন ২৮ কর্মকর্তাকে বদলি

সেতু মেরামতের আশায় বীরগঞ্জের ৬ গ্রামের মানুষ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ধামইরহাটে ৮৩ শতাংশ জমির ধান নষ্ট করার অভিযোগ