দুদক চেয়ারম্যান-কমিশনার নিয়োগে ৫ সদস্যের বাছাই কমিটি গঠন
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের নিয়োগ দিতে বাছাই কমিটি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে সভাপতি করে পাঁচ সদস্যের এই বাছাই কমিটি গঠন করা হয়।
আজ রোববার (১০ নভেম্বর) রাষ্ট্রপতির স্বাক্ষরের পর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
কমিটির অন্য সদস্যরা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি ফারাহ মাহবুব, বাংলাদেশের মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মোবাশ্বের মোনেম ও সবশেষ অবসরপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ৭ ধারা অনুযায়ী এই কমিটি গঠন করা হয়েছে। বাছাই কমিটি, চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সুপারিশ করতে ‘উপস্থিত সদস্যদের অন্যূন ৩ জনের সিদ্ধান্তের ভিত্তিতে কমিশনারের প্রতিটি শূন্য পদের বিপরীতে ২ জন ব্যক্তির নামের তালিকা প্রণয়ন করে রাষ্ট্রপতির কাছে পাঠাবে। অন্যূন ৪ জন সদস্যের উপস্থিতিতে বাছাই কমিটির কোরাম গঠিত হওয়ার কথা প্রজ্ঞাপনে বলা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ বাছাই কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে।
আরও পড়ুনগত ২৯ অক্টোবর মঙ্গলবার দুদক চেয়ারম্যান মুহাম্মদ মইনুউদ্দীন আব্দুল্লাহ, কমিশনার আছিয়া খাতুন ও কমিশনার জহুরুল হক পদত্যাগ করেন। পাঁচ বছর মেয়াদের জন্য তারা দুদকে নিয়োগ পেলেও ক্ষমতার পালাবদলে দেড় বছর আগেই তাদের বিদায় নিতে হয়।
মন্তব্য করুন