বগুড়ায় বাসে তল্লাশি: ফেনসিডিল ও গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার : একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১শ’ বোতল ফেনসিডিল ও ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার দিনগত রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার সদস্যরা বগুড়া-রংপুর মহাসড়কে গোকুল এলাকায় বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে একটি বাস থামিয়ে এতে তল্লাশি করে ওই পরিমাণ ফেনসিডিল ও গাঁজা উদ্ধারসহ ২ কারবারিকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো, কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নওদাবাঁশ গ্রামের মৃত গোলাম রব্বারীর স্ত্রী রমিছা বেগম(৪৫) ও একই উপজেলার বড়লই সর্দারপাড়ার লেবু ব্যাপারির ছেলে নূর মোহাম্মদ (২৬)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের উপ পরিচালক মো: রাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত রাত ১টার দিকে বগুড়া সদরের গোকুল বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টেুরেন্টের সামনের সড়কে কুড়িগ্রাম থেকে ঢাকা গামী একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১২-২১২৬) থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় ১শ’ বোতল ফেনসিডিল ও ৮ কেজি গাঁজাসহ রমিছা বেগম ও নূর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুনগ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়নন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন