ভিডিও বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

ঘোষণার ১১ দিন পর অর্থ পুরস্কার পেলেন নারী ফুটবলাররা

ঘোষণার ১১ দিন পর অর্থ পুরস্কার পেলেন নারী ফুটবলাররা, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যদের প্রতিশ্রুত এক কোটি টাকা অর্থ পুরস্কার হস্তান্তর করা হয়েছে। সাফ নারী ফুটবলের শিরোপা অক্ষুন্ন রাখায় জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পক্ষ থেকে এই পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। 

এনএসসি’র পক্ষ থেকে সাফ চ্যাম্পিয়ন নারী দলের ৩২ সদস্যের মাঝে সমান ৩ লাখ ১২ হাজার ৫শ’ টাকার চেক এরই মধ্যে সংশ্লিষ্ঠদের প্রদানের জন্য বাফুফে’র কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এর আগে, কাঠমান্ডু থেকে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ঢাকায় ফিরলে বাফুফে ভবনে তাদের সংবর্ধনা দেওয়া হয়। সেসময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে পুরস্কারের ডামি চেক তুলে দেন।

উল্লেখ্য, বুধবার (৩০ অক্টোবর) নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক দল নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ। বাংলাদেশ নারী দলের কোচ পিটার বাটলারকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানান ক্রীড়া উপদেষ্টা। অন্যদিকে, সাফজয়ী দলকে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সভাপতি ফারুক আহমেদ অভিনন্দন জানিয়ে এই পুরস্কার ঘোষণা করেন, যা টানা দ্বিতীয় সাফ শিরোপার স্বীকৃতিস্বরূপ দলটিকে দেওয়া হবে। এছাড়াও বাফুফে থেকেও তাদের দেড় কোটি টাকার পুরষ্কার ঘোষণা হয়েছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া

খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে করা আইসিটি মামলা বাতিল

বয়সে ১৯ বছরের ছোট এক যুবকের প্রেমে ডুবেছেন আমিশা প্যাটেল

জয়পুরহাটের পাঁচবিবিতে গরু চুরি করে পালানোর সময় হাতেনাতে চোর আটক

মাস্ক-বিবেককে ১ লাখ সরকারি চাকরি বাতিলের দায়িত্ব দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে লেকের পাড়ে পলিথিন থেকে মরদেহের ৭ খণ্ড উদ্ধার