ভিডিও বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের অবস্থান

সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের অবস্থান, ছবি: সংগৃহীত

দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, ইউজিসি’র পাইলট প্রকল্পে জবি’র অন্তর্ভুক্তি ও বরাদ্দ বৃদ্ধিসহ ৫ দফা দাবি নিয়ে শিক্ষাসচিবের সঙ্গে দেখা করতে যান জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। তবে ১২ সদস্যের ওই দলের সঙ্গে সাক্ষাৎ করতে অসম্মতি ও অপারগতা প্রকাশ করেন শিক্ষাসচিব। এর প্রতিবাদে সচিবালয়ের সামনেই অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

আজ সোমবার (১১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে প্রবেশ করেন শিক্ষার্থীরা। সেখানে শিক্ষাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করার কথা ছিল তাদের। শিক্ষাসচিবের সাক্ষাৎ না পেয়ে সংক্ষুব্ধ হয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলছেন, এখন আর সচিব নয়, শিক্ষা উপদেষ্টাকে আসতে হবে আমাদের সামনে। সচিবের সময় শেষ হয়ে গেছে। শিক্ষার্থীরা বলেন, আমরা শিক্ষাসচিবের কাছে এসেছিলাম স্মারকলিপি নিয়ে। আমাদেরকে কেচি গেটের ভিতরে দাঁড় করিয়ে ভেতর থেকে প্রতিনিধি পাঠিয়ে দাবি-দাওয়া তাদের কাছে দিতে বলা হয়েছে। আমাদেরকে ভিতরে যেতে দেওয়া হয়নি। সচিব জানিয়েছেন, আমাদের সঙ্গে কথা বলার তার সময় নেই। উপদেষ্টা আসার আগ পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো। আমরা যেহেতু একবার বের হয়ে এসেছি আর ভিতরে গিয়ে কথা বলবো না। শিক্ষা উপদেষ্টাকে আমাদের সামনে আসতে হবে। প্রসঙ্গত, শুরুতে তিন দফা দাবি জানালেও পরে পাঁচ দফা দাবি জানায় শিক্ষার্থীরা।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরের প্রথম মাসেই মিলবে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তক

ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া

খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে করা আইসিটি মামলা বাতিল

বয়সে ১৯ বছরের ছোট এক যুবকের প্রেমে ডুবেছেন আমিশা প্যাটেল

জয়পুরহাটের পাঁচবিবিতে গরু চুরি করে পালানোর সময় হাতেনাতে চোর আটক

মাস্ক-বিবেককে ১ লাখ সরকারি চাকরি বাতিলের দায়িত্ব দিলেন ট্রাম্প