ভিডিও বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

জুলাই অভ্যুত্থান সফল না হলে হয়তো জেলে থাকতাম : ফারুকী

জুলাই অভ্যুত্থান সফল না হলে হয়তো জেলে থাকতাম : ফারুকী, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : দায়িত্ব নিয়ে প্রথম দিন অফিস করলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। মন্ত্রাণালয়ে নানা বিষয়ে সাংবাদিকদের সব প্রশ্নের উত্তর দেন নির্মাতা ফারুকী।

আজ সোমবার মন্ত্রণালয়ের সভাকক্ষে ফারুকী বলেন, গতকাল রোববার পর্যন্ত উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার বিষয়ে ‘না’ তে ছিলাম। পরে এসে হ্যাঁ বললাম। কারণ, আমি দেশের জন্য কিছু করতে চাই। সবচেয়ে বড় কথা হলো, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে কাজ করতে চাই। ব্যক্তিগত কাজের সূত্রে আগে থেকেই তার কাজের ধরনের সঙ্গে যোগাযোগ ছিল বলেও জানান ফারুকী। তিনি বলেন, জুলাই অভ্যুত্থান সফল না হলে আজ হয়তো আমি জেলে থাকতাম। তবে, উপদেষ্টা হবার মতো কোনো লক্ষ্য থেকে ফ্যাসিবাদের বিরোধীতা করিনি। আমি শিল্পী, যখন যেটা খারাপ মনে হয় বলে যাবো। শিল্পীর কোনো দল নেই।

আরও পড়ুন

বিগত দিনে নিজের বেশ কয়েকটি লেখার কথা উল্লেখ করে সংস্কৃতি উপদেষ্টা বলেন, কিছু লেখার কারণে কেউ কেউ আমাকে কখনও জামায়াত-শিবির বানিয়েছে। কখনও অন্য দল। কিন্তু অনেকে ভাবেনি, একটা লোককে কোনো দল নিজেদের ভাবছে না কেন? কারণ, আমি কোনো দলেরই না। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিজের ওপর আসা চাপের দু-একটি উদাহরণও দেন ফারুকী। বলেন, একটি লেখার জন্য আমার সব ট্যাক্সের ফাইল ধরে তদন্ত শুরু হয়েছিল। তিশা ও আমাকে তদন্তের মুখোমুখি করা হয়েছিল। ফারুকী বলেন, যত দিন দায়িত্বে থাকবো, কিছু কাজ করে যেতে চাই। আর যদি না পারি, তাহলে যখন চলে যাবো, তখন বলবো যে আমি ব্যর্থ। আমি যে টিম পেয়েছি, তা দুর্দান্ত। সবার সহযোগিতায় ভালো কিছুর প্রত্যাশাই করছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন বছর পর ছয় মাস মেয়াদি আহবায়ক কমিটি বিলুপ্ত

এক লাখ ৩০ হাজার টন সার কিনবে সরকার

সচিবালয়ে অগ্নিকাণ্ডে সরকারের বিব্রতকর অবস্থায় পড়া অস্বাভাবিক নয়: ফখরুল

ফায়ার সার্ভিস কর্মী নয়নের জানাজা সম্পন্ন

জয়া আহসানের সাথে একটা সিনেমায় অভিনয় করতে চাই: মনোজ

সন্ত্রাসী ‘কিলার লিটন’ গ্রেফতার