ভিডিও বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

গোপালগঞ্জে গৃহবধূকে হত্যার পর ঝুলিয়ে রাখার অভিযোগ

গোপালগঞ্জে গৃহবধূকে হত্যার পর ঝুলিয়ে রাখার অভিযোগ

গোপালগঞ্জে ময়না বেগম (৩২) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে।

 

আজ সোমবার (১১ নভেম্বর) সোমবার বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার নিজরা মধ্যপাড়া গ্রামের নিজ বাড়ির রান্না ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ময়না বেগম গোপালগঞ্জ সদর উপজেলার নিজরা মধ্যপাড়া গ্রামের সৌদি প্রবাসী ওবায়দুর শেখের স্ত্রী ও একই গ্রামের মো. ইব্রাহীম সরদারের মেয়ে।

নিহতের মা বিছু বেগম অভিযোগ করে জানান, গত ১৮ বছর আগে গোপালগঞ্জ সদর উপজেলার নিজরা মধ্যপাড়া গ্রামের মৃত ইয়াব শেখের সৌদি প্রবাসী ছেলে ওবায়দুর শেখের সাথে মো. ইব্রাহীম সরদারের মেয়ে ময়নার বিয়ে হয়। তাদের সংসারে ৪ মেয়ে রয়েছে।

আরও পড়ুন

বিয়ের পর থেকে নানা কারণে ময়নার উপর নির্যাতন চালাতো শ্বশুর বাড়ির লোকজন। পরে সোমবার (১১ নভেম্বর) ময়নাকে শ্বাসরোধ করে হত্যা করে রান্না ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে বলে অভিযোগ করেন ময়নার মা।

 

গোপালগঞ্জের বৌলতলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জাফর ইকবাল জানান, বিকালে নিজ বাড়ির রান্না ঘরের আড়ার সাথে ময়না বেগমমে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে পুলিশের গুলিতে নিহত চার হত্যা মামলা সিআইডিকে তদন্তের নির্দেশ

বগুড়ার ধুনটে আ‘লীগের ৬১ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা

কুমিল্লায় হাতি দিয়ে চাঁদাবাজির অভিযোগে হাতিসহ দুইজন আটক

পাবনার সুজানগরে আলু-বেগুনের দাম বাড়ছে পাল্লা দিয়ে

জয়পুরহাটের ক্ষেতলালে জমি দখল করা নিয়ে সংঘর্ষ, আহত ৪ গ্রেপ্তার ৪

বাগেরহাটে বিএনপি কর্মীসহ ২ জনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা