ভিডিও শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

গাজীপুরের ফিল্ম সিটিতে থাকছে না বঙ্গবন্ধুর নাম

গাজীপুরের ফিল্ম সিটিতে থাকছে না বঙ্গবন্ধুর নাম

গাজীপুরের কবিরপুরে অবস্থিত ‘বঙ্গবন্ধু ফিল্ম সিটি’র নাম বদলে ফেলা হচ্ছে। প্রাথমিকভাবে নতুন নামকরণ করা হয়েছে ‘বাংলাদেশ ফিল্ম সিটি’। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিএফডিসি কর্তৃপক্ষ দেশের সর্ববৃহৎ এই ফিল্ম সিটির নাম পরিবর্তনে প্রস্তাব দেয়।

এ প্রসঙ্গে গণমাধ্যমে ফিল্ম সিটির ইনচার্জ নাসির উদ্দিন বলেন, ‘নাম পরিবর্তনের প্রস্তাবনা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত পাস হয়নি। প্রস্তাবনায় বলা হয়েছে নতুন নাম হবে বাংলাদেশ ফিল্ম সিটি। তবে লিখিতভাবে এখন আমরা কোথাও আগের নামটি ব্যবহার করছি না। এফডিসি থেকে নির্দেশ আছে কবিরপুরস্থ বাংলাদেশ ফিল্ম সিটি বলতে।’

জানা যায়, ১৯৮০ সালে যখন ফিল্ম সিটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয় তখন তা বাংলাদেশ ফিল্ম সিটি হিসেবেই ছিল।

নাসির উদ্দিন আরও বলেন, ‘১৯৮০ সালে যখন ফিল্ম সিটি নির্মাণে উদ্যোগ নেওয়া হয় তখন এই নামটিই ছিল। ২০১৫ সালে থেকে ‘বঙ্গবন্ধু ফিল্ম সিটি’ রাখা হয়েছিল। ৫ আগস্টের পর সবকিছু পরিবর্তন হচ্ছে, বাকিটা সবারই জানা আছে।’

আরও পড়ুন

৩৮৭ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে ১০৫ একর (৩১৭ বিঘা) জমির ওপর এই ফিল্ম সিটি অবস্থিত। তবে প্রকল্পের পুরো কাজ শেষ হবে ২০২৮ সালে। যেখানে থাকবে শিল্পীদের শুটিংয়ের জন্য আধুনিক সুযোগ-সুবিধা। একই সঙ্গে আধুনিক সব শুটিং স্পট, ফ্লোর, ভিএফএক্স, যন্ত্রপাতি ও স্টুডিও।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের ভাষ্য, ফিল্ম সিটি পুরোপুরি চালু হলে দেশে মানসম্পন্ন চলচ্চিত্র নির্মিত হবে। শুটিং করতে বিদেশনির্ভরতাও কিছুটা কমবে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটবে এবং বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির বিরুদ্ধে পদবঞ্চিতদের স্মারকলিপি

সন্ত্রাসী ‘কিলার লিটন’ গ্রেফতার

তিন বছর পর ছয় মাস মেয়াদি আহবায়ক কমিটি বিলুপ্ত

কসবায় ডেকে নিয়ে অটোচালককে হত্যা, ১০ দিন পর লাশ উদ্ধার

আন্দোলনে গুলিবিদ্ধ হৃদয়ের চিকিৎসা হচ্ছে না টাকার অভাবে

বগুড়ার শিবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মজিদ গ্রেফতার