ভিডিও বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

জয়পুরহাটের পাঁচবিবিতে কেনা সম্পত্তিতে বাড়ি করতে না দেয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবিতে কেনা সম্পত্তিতে বাড়ি করতে না দেয়ার অভিযোগ, ছবি : দৈনিক করতোয়া

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবিতে ৩৫ বছর আগে কেনা সম্পত্তিতে বাড়ি করতে না দেয়া এবং প্রাণনাশের হুমকি দেয়ার থানায় অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আওলাই ইউনিয়নের ছাতিনালী গ্রামে।

জানা গেছে, ওই গ্রামের মৃত বজির উদ্দিন মন্ডলের ছেলে নবীর হোসেন মন্ডল ১৯৮৮ সালে একই গ্রামের কেশব চন্দ্র দাসের কাছ থেকে দুটি দাগে ১০.৭৫ শতাংশ জমি কিনে বসবাস করে আসছিলেন। গত বছর বেড়ার ওই বাড়িটি ভেঙে দিয়ে তিনি সেখানে একটি পাকা বাড়ির নির্মাণ করার জন্য প্রস্তুতি নেন।

এসময় একই গ্রামের গোপাল চন্দ্র দাস, নেপাল চন্দ্র দাস, নির্মল চন্দ্র দাস, বিমল চন্দ্র দাস ও কৃষ্ণচন্দ্র দাস ওই সম্পত্তি তাদের নিজের বলে দাবি করে নবীর হোসেনের বাড়ি করার কাজে বাধা দেয়। পরে অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি প্রদান করে।

এই হুমকির প্রেক্ষিতে নিরাপত্তা চেয়ে গত ১০ নভেম্বর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন জমির মালিক নবীর হোসেন। ইতিপূর্বে এ বিষয়টিকে কেন্দ্র করে কয়েকমাস আগে একটি গ্রাম্য বৈঠক বসলেও কোন মিমাংসা হয়নি।

আরও পড়ুন

জমির মালিক নবীর হোসেন মন্ডল বলেন, ৩৫ বছর আগে আমি এই সম্পত্তিটি দলিলমূলে কিনেছিলাম। এখন মাটির বাড়িটি ভেঙ্গে নতুন করে নির্মাণ করতে গেলেই তারা এসে আমাকে বাঁধা দেয়। আমার জমির দলিল,রেকর্ড ও খাজনা পরিশোধের কাগজপত্র থাকা সত্ত্বেও বিবাদীগণ আমাকে বাড়ি করতে দিচ্ছে না। তদন্ত সাপেক্ষে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে স্থানীয় ক’জন গ্রামবাসী জানান, এই সম্পত্তিটা নবীর হোসেন দলিলমূলে কিনেছেন এবং দীর্ঘদিন ধরে বসবাসও করছেন। এ ব্যাপারে বিবাদী বিমল চন্দ্র দাস বলেন, নবীর হোসেন যে অভিযোগ করেছে তা সঠিক। তবে তার সম্পত্তিটি কোন দাগে রয়েছে সেটা আগে নির্ধারণ করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বসুন্ধরার চাকরি ছাড়লো আবু সাঈদের দুই ভাই

কেমন থাকবে আগামী ৩ দিনের আবহাওয়া, জানালো অধিদপ্তর

রাস্তার মাঝখানে বিলবোর্ড স্থাপনের সিদ্ধান্ত থেকে সরলো পৌরসভা

সিরাজগঞ্জের শাহজাদপুরে চুরি যাওয়া সোনা উদ্ধার 

শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার বাঁচতে চান আঞ্জুয়ারা

নাটোরের গুরুদাসপুরে কামলার হাট যেখানে দর-কষাকষি করে বিক্রি হয় শ্রম