ভিডিও শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

১০ দিনে ৬১ ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছে

বগুড়ায় চিকিৎসাধীনদের বেশিরভাগ ঢাকা আসা থেকে আসা রোগী

বগুড়ায় চিকিৎসাধীনদের বেশিরভাগ ঢাকা আসা থেকে আসা রোগী

স্টাফ রিপোর্টার : বগুড়ার হাসপাতাল গুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। রোগীদের বেশিরভাগ ঢাকা থেকে অসুস্থ অবস্থায় বগুড়ায় এসে চিকিৎসা নিয়েছে। গত ১০ দিনে ৬১ জন বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিলেও রোববার পর্যন্ত  ১০ জন রোগী ভর্তি ছিলো। বাকীরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।

দেশের অন্যান্য জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগী কম হলেও ঢাকায় এর প্রকোপ বেশি। সম্প্রতি ঢাকা থেকে জ¦র নিয়ে বগুড়ায় এসে পরিক্ষা নিরিক্ষা করে ৬১ জনের ডেঙ্গু ধরা পড়েছে। গত ১০ দিনে এই রোগীরা চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে ১০ জন এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

ডেঙ্গুতে আক্রান্ত যেসব রোগী বগুড়ায় ভর্তি হয়েছেন তাদের বেশিরভাগ রোগীই ঢাকা থেকে এসেছে বলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল সূত্রে জানা গেছে। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার শুভগাছা গ্রামের মফিজ শেখের ছেলে শামিম রেজা(৩৬), বর্তমানে বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট এলাকায় বসবাস করছেন।

তিনি ঢাকার একটি গার্মেন্ট এ চাকুরী করেন। গার্মেন্টস এ চাকরি করা কালে গত বৃহস্পতিবার তিনি জ¦রে আক্রান্ত হন। এরপর শনিবার ঢাকার একটি হাসপাতালে গেলে চিকিৎসক তাকে ডেঙ্গু রোগের পরীক্ষা করালে তার শরীরে ডেঙ্গু ধরা পড়ে।

ঢাকায় থেকে চিকিৎসা করানো ব্যয়বহুল হওয়ায় তিনি গত রোববার বগুড়ার শেরপুরে এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেলিম রেজা জানান, তিনি যে গার্মেন্টস্ এ কাজ করেন ওই গার্মেন্টস’র অনেকেই এ রোগে আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন

বগুড়া সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায় গত ১ নভেম্বর থেকে গতকাল রোববার পর্যন্ত বগুড়ার বিভিন্ন হাসপাতালে ৬১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

বিভিন্ন হাসপাতাল থেকে পাঠানো তথ্য অনুযায়ী গত ৩ নভেম্বর শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন ডেঙ্গু রোগী, টিএমএসএস হাসপাতালে ১ জন ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ৫ জন, ৫ নভেম্বর শজিমেক হাসপাতালে ২ জন, শাজাহানপুর উপজেলা হাসপাতালে ১ জন, ৬ নভেম্বর শজিমেক হাসপাতালে ৭ জন, টিএমএসএস হাসপাতালে ২ জন, দুপচাঁচিয়া উপজেলা হাসপাতালে ১ জন, গত ৭ নভেম্বর শজিমেক হাসপাতালে ৪ জন, শেরপুর উপজেলা হাসপাতালে ২ জন ও টিএমএসএস হাসপাতালে ৩ জন, গত ১০ নভেম্বর শজিমেক হাসপাতালে ৭ জন, টিএমএসএস হাসপাতালে ১ জন ও শেরপুর উপজেলা হাসপাতালে ৪ জন, এবং গতকাল ১১ নভেম্বর শজিমেক হাসপাতালে ৬ জন টিএমএসএস হাসপাতালে ১ জন ও ধুনট উপজেলা হাসপাতালে ৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হন।

বগুড়ার সিভিল সার্জন ডা. মো: সফিউল আজম বলেন, আগে ডেঙ্গু রোগে আক্রান্তরা জেলা সদর হাসপাতালে ভর্তি হলেও এবার উপজেলা হাসপাতালগুলোতে ভর্তির প্রবণতা বেড়েছে। এ ক্ষেত্রে জেলার সব উপজেলা হাসপাতালে ডেঙ্গু রোগের সনাক্তকরণ পরীক্ষার ব্যবস্থা ও চিকিৎসা সামগ্রী পর্যাপ্ত রয়েছে। এতে যে কোন পরিস্থিতি মোকাবেলা করার মত সক্ষমতা জেলা স্বাস্থ্য বিভাগের রয়েছে। তিনি ডেঙ্গু’র প্রধান বাহক এডিস মশার বংশ বিস্তার রোধে সবাইকে সচেতন ও পরিস্কার পরিচ্ছন্নতার আহবান জানান।

বগুড়া শজিমেক হাসপাতালের উপ পরিচালক ডা. মো: আব্দুল ওয়াদুদ জানান, প্রতিদিন এ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে। এ ছাড়াও অন্যান্য হাসপাতাল থেকেও ডেঙ্গু আক্রান্তদের রেফার্ড করে শজিমেক হাসপাতালে প্রেরণ করা হয়। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় এ হাসপাতালে চিকিৎসা সরজ্ঞাম যথেষ্ট রয়েছে এবং বর্তমানে ২০ টি বেড প্রস্তুত রয়েছে। তবে প্রয়োজনে বেড সংখ্যা আরও বাড়ানো যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির বিরুদ্ধে পদবঞ্চিতদের স্মারকলিপি

সন্ত্রাসী ‘কিলার লিটন’ গ্রেফতার

তিন বছর পর ছয় মাস মেয়াদি আহবায়ক কমিটি বিলুপ্ত

কসবায় ডেকে নিয়ে অটোচালককে হত্যা, ১০ দিন পর লাশ উদ্ধার

আন্দোলনে গুলিবিদ্ধ হৃদয়ের চিকিৎসা হচ্ছে না টাকার অভাবে

বগুড়ার শিবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মজিদ গ্রেফতার