ভিডিও বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

দোহারে নাজমুল হত্যাকারী ডাকাত রনি ও তার ছেলে গ্রেপ্তার

দোহারে নাজমুল হত্যাকারী ডাকাত রনি ও তার ছেলে গ্রেপ্তার

নিউজ ডেস্ক: ঢাকার দোহার এলাকায় চাঞ্চল্যকর নাজমুল হত্যাকাণ্ডে ফরিদপুর জেলার মধুখালী এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তারা হলেন, রনি মিয়া ওরফে ডাকাত রনি ও তার ছেলে নাজমুল।

মঙ্গলবার (১২ নভেম্বর) র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি তাপস কর্মকার এসব তথ্য নিশ্চিত করেন।  

র‍্যাব জানায়, ঢাকার দোহারের বড় ইকরাশি পশ্চিমপাড়ার বাসিন্দা মো. নাজমুলের সঙ্গে একই থানার বাসিন্দা রনি মিয়া ওরফে ডাকাত রনির বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ১৮ অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে আসামিরা কৌশলে নাজমুলকে রায়পাড়া এলাকায় একটি চায়ের দোকানে ডেকে নিয়ে যান।  

পরে সকাল ৯টার দিকে রনিসহ অন্য আসামিরা সেখানে নাজমুলের ওপর অতর্কিত আক্রমণ করেন। একপর্যায়ে রামদা দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে তার নাক দ্বিখণ্ডিত করে দেন। এ ছাড়া তারা নাজমুলের গলা ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।  

মারধরের একপর্যায়ে নাজমুলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামি রনি ও তার ছেলেসহ অন্য আসামিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন নাজমুলকে গুরুতর আহত অবস্থায় দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

আরও পড়ুন

এ ঘটনার পর নিহত নাজমুলের মা মোসা. নাছিমা বেগম বাদী হয়ে রনি মিয়াকে প্রধান আসামি করে একটি মামলা করেন। এতে রনির ছেলে নাজমুলসহ আরও চারজনের নাম উল্লেখ করা হয়। আর অজ্ঞাতনামা আসামি দুই-তিনজন।

র‍্যাব-১০ এর এএসপি তাপস কর্মকার জানান, আসামিদের আইনের আওতায় আনার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি ছায়াতদন্ত শুরু করে র‍্যাব। তথ্য-প্রযুক্তির সহায়তায় সোমবার বিকেলে র‌্যাব-১০ এর একটি দল ফরিদপুর জেলার মধুখালী এলাকায় অভিযান চালায়।  

অভিযানে প্রধান আসামি রনি মিয়া ও তার ছেলে মো. নাজমুলকে গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তার আসামিরা জিজ্ঞাসাবাদে ওই হত্যাকাণ্ডে তাদের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেন। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বসুন্ধরার চাকরি ছাড়লো আবু সাঈদের দুই ভাই

কেমন থাকবে আগামী ৩ দিনের আবহাওয়া, জানালো অধিদপ্তর

রাস্তার মাঝখানে বিলবোর্ড স্থাপনের সিদ্ধান্ত থেকে সরলো পৌরসভা

সিরাজগঞ্জের শাহজাদপুরে চুরি যাওয়া সোনা উদ্ধার 

শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার বাঁচতে চান আঞ্জুয়ারা

নাটোরের গুরুদাসপুরে কামলার হাট যেখানে দর-কষাকষি করে বিক্রি হয় শ্রম