খুলনা জেলা আ. লীগ সভাপতির বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার
খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ হারুনুর রশিদের বাসা থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার (১২ নভেম্বর) ভোরে খুলনা মেট্রোপলিটন পুলিশ ও সেনাবহিনীর সমন্বয়ে যৌথ বাহিনী নগরীর রূপসা স্ট্যান্ড রোডে শেখ হারুনুর রশিদের বাড়ির চতুর্থ তলায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি রাইফেল, একটি রিভলবার, ১৩ রাউন্ড রাইফেলের গুলি, চারটি রাইফেলের গুলির খোসা, চারটি রাইফেলের গুলির সামনের অংশ, ২০ রাউন্ড রিভলবারের গুলি, দুটি রাইফেলের গুলির চার্জার, একটিটি পিস্তলের কভার, একটি রাইফেলের কভারসহ ৯টি পাসপোর্ট।
আরও পড়ুনখুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি পুলিশিং) মোহা. আহসান হাবীব জানান, সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদের বাসায় যৌথ বাহিনী অভিযান চারায়। বাড়িটির চতুর্থ তলা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা ও জড়িতদের আটকের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অবশ্য এ বিষয়ে শেখ হারুনুর রশিদ বা তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
মন্তব্য করুন