ভিডিও বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

সিরাজগঞ্জের শাহজাদপুরে অটোবাইক ছিনতাইয়ের মূল হোতাসহ ৬ জন গ্রেপ্তার

সিরাজগঞ্জের শাহজাদপুরে অটোবাইক ছিনতাইয়ের মূল হোতাসহ ৬ জন গ্রেপ্তার

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে যাত্রীবেশে অটোবাইক ছিনতাইকারীর মূল হোতাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) থানার অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃত আসামিরা সম্প্রতি উপজেলার বাঘাবাড়ি থেকে একটি অটোবাইকে যাত্রীবেশে গাড়িতে উঠে। এরপর চালক শাওনকে জুসের সাথে নেশা জাতীয়দ্রব্য মিশ্রিত করে খাইয়ে অজ্ঞান করে অটোবাইক ছিনতাই করে এবং চালককে একটি জঙ্গলে ফেলে রেখে যায়।

পরে স্থানীয় জনতা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় চালকের বোন শাবানা খাতুন থানায় বাদি হয়ে মামলা দায়ের করে। পরে জেলা পুলিশ সুপার এর নির্দেশক্রমে ও অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামানের সহযোগিতায় গতকাল সোমবার রাতে পৌর এলাকার মনিরামপুর আবাসিক হোটেল সিরাজপ্লাজা থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- উত্তরবঙ্গের অটোবাইক ছিনতাইকারী চক্রের মূল হোতা রংপুর জেলার মিঠাপুকুর খোলাসপুর গ্রামের ছাত্তারের ছেলে আশরাফুল মিয়া (৩০) ও তার সহযোগী নীলফামারী জেলার মাটু মিয়ার ছেলে শামীম (৩৫)।

আরও পড়ুন

এদের বিরুদ্ধে ১৬টি জেলা বিভিন্ন থানায় অনেক মামলা। গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ের সাথে জড়িত শাহজাদপুরে মো. শাহ্ আলম (৩৫), আবু সাঈদ (৪৪), জুলমত আলী (৪২) ও জিয়াউর রহমান জিয়াকে আটক করে। সেই সাথে ছিনতাই হয়ে যাওয়া দু’টি অটোবাইক উদ্ধার করে।

ওসি আছলাম আলী আরও জানান, গ্রেপ্তারকৃতরা হোটেলে বসে পুনরায় ছিনতাইয়ের পরিকল্পনা করে আসছিল। তবে ছিনতাইকারী সাথে শাহজাদপুরের আরও বেশ কিছু লোক জড়িয়ে আছে। তাদেরকে গ্রেপ্তার করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বসুন্ধরার চাকরি ছাড়লো আবু সাঈদের দুই ভাই

কেমন থাকবে আগামী ৩ দিনের আবহাওয়া, জানালো অধিদপ্তর

রাস্তার মাঝখানে বিলবোর্ড স্থাপনের সিদ্ধান্ত থেকে সরলো পৌরসভা

সিরাজগঞ্জের শাহজাদপুরে চুরি যাওয়া সোনা উদ্ধার 

শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার বাঁচতে চান আঞ্জুয়ারা

নাটোরের গুরুদাসপুরে কামলার হাট যেখানে দর-কষাকষি করে বিক্রি হয় শ্রম