ভিডিও বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

মার্চ-এপ্রিলের মধ্যে নির্বাচনের দাবিতে রাজপথে সোচ্চার হতে চায় বিএনপি

মার্চ-এপ্রিলের মধ্যে নির্বাচনের দাবিতে রাজপথে সোচ্চার হতে চায় বিএনপি, ছবি: সংগৃহীত

ঢাকায় বৃহৎ পরিসরে শোভাযাত্রার পর নির্বাচনী রোডম্যাপের দাবি আরও জোরালো এবং ক্ষমতাচ্যুত আওয়ামী ‘ফ্যাসিবাদী’ সরকারের ষড়যন্ত্র প্রতিহত করতে এবার দশ সাংগঠনিক বিভাগে বড় সমাবেশ করার চিন্তা করছে বিএনপি। আগামী মাস থেকে এসব সমাবেশ শুরু হতে পারে। শিগগির বিভাগীয় সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে আলোচনা করে সমাবেশের দিনক্ষণ চূড়ান্ত করবে দলটি।
গত সোমবার রাতে অনুষ্ঠিত বিএনপি’র স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি সভাপতিত্ব করেন। অন্তর্র্বতী সরকার মেয়াদের তিন মাসেও নির্বাচনী রোডম্যাপের বিষয়টি স্পষ্ট না করায় আগামী ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছে বিএনপি, না হলে আগামী মার্চ-এপ্রিলের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে রাজপথে সোচ্চার হবে দলটি। গত ৪ নভেম্বর অনুষ্ঠিত বিএনপি’র স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়।

বিএনপি নেতারা মনে করছেন, রাষ্ট্র কাঠামোর সংস্কার এবং নির্বাচনী প্রক্রিয়া দুটিই সমান্তরালভাবে চলা উচিত। এ জন্য সরকারকে অবিলম্বে একটি রোডম্যাপ দিয়ে সামনে এগোনো দরকার। যতদিন পর্যন্ত এ রোডম্যাপ দেওয়া না হবে, ততদিন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন বিলম্বিত হওয়ার যে শঙ্কা রয়েছে, সেটি কাটবে না। তারা বলছেন, একটি অবাধ-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বিএনপিসহ রাজনৈতিক দলগুলো অন্তর্র্বতী সরকারকে সহযোগিতা করে যাচ্ছে। এ সহযোগিতা অব্যাহত থাকবে। তবে এখন সরকারের সব কার্যক্রমের ফোকাস হওয়া উচিত নির্বাচন। ক্ষমতাচ্যুত আওয়ামী ‘ফ্যাসিবাদী’ সরকারের নানা ষড়যন্ত্র মোকাবিলায় নির্বাচনের কোনো বিকল্প নেই। তাই নির্বাচন নিয়ে জনমনে বিভিন্ন সময় যে শঙ্কা তৈরি হচ্ছে, সেটা কাটাতে এ সরকারকে দ্রুত রোডম্যাপ দিয়ে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে ঢোকা দরকার।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাপমাত্রা আরও কমার আভাস

খুলনায় যুবকের পেটের ভিতর থেকে ৮ স্বর্ণের বার উদ্ধার

স্বামীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার অভিযোগে স্ত্রী আটক

লেবাননে এখন পর্যন্ত ৪৭ ইসরায়েলি সেনার মৃত্যু

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ

কুইক রেন্টাল দায়মুক্তি অবৈধ ঘোষণা হাইকোর্টর