যুক্তরাষ্ট্রের বিপক্ষে মুখোমুখি হওয়া অনিবার্য : ইরানী প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মোকাবিলা হওয়া অনিবার্য। মঙ্গলবার (১২ নভেম্বর) তেহরানে সাবেক ইরানি পররাষ্ট্রমন্ত্রীদের একটি গ্রুপের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন। খবর : তাসনিম নিউজের।
পেজেশকিয়ান বলেন, তার প্রশাসন বন্ধুদের সঙ্গে সম্পর্কের প্রতি আস্থা রাখে এবং শত্রুদের প্রতি সহিষ্ণুতা প্রদর্শন করে। ইরানের প্রেসিডেন্ট বলেন, দেশের অভ্যন্তরীণ সমস্যাগুলো সমাধান এবং দেশের উন্নয়ন করতে হলে, শুধু অভ্যন্তরীণ বিষয়গুলো সমাধান করা নয়, আন্তর্জাতিক সম্পর্কগুলোও সুসংগঠিত করতে হবে। উত্তেজনা কমাতে হবে এবং আঞ্চলিক ও বৈশ্বিক দেশগুলোর সঙ্গে যোগাযোগের পরিবেশ উন্নত করতে হবে। আমার বিশ্বাস, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও, চাই বা না চাই, আমাদের শেষমেশ ওই দেশের সঙ্গে আঞ্চলিক এবং আন্তর্জাতিক মঞ্চে মোকাবিলা করতে হবে। তাই আমাদের উচিত, আমরা নিজেদেরই এই পরিস্থিতি পরিচালনা করি। তিনি আরও বলেন, তার প্রশাসন ইরানি প্রতিষ্ঠানের মূল কৌশল এবং দৃষ্টিভঙ্গি অনুসরণ করতে দৃঢ় প্রতিজ্ঞ।
আরও পড়ুনপেজেশকিয়ান বলেন, তার প্রশাসন বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে কাজ করছে, এর মধ্যে ইউরোপীয় দেশগুলোর সঙ্গেও সম্পর্ক বৃদ্ধি অন্তর্ভুক্ত। তিনি বলেন, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে, তবে সম্প্রতি কিছু অশুভ কাজ করে সায়োনিস্ট শাসনব্যবস্থা এ প্রক্রিয়াকে বিঘ্নিত এবং জটিল করতে চেষ্টা করছে।
মন্তব্য করুন