নারায়ণগঞ্জে লেকের পাড়ে পলিথিন থেকে মরদেহের ৭ খণ্ড উদ্ধার
নারায়ণগঞ্জে একটি লেকপাড়ে পলিথিনে মোড়ানো খণ্ড খণ্ড মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, একজন পুরুষের পুরো শরীরের অন্তত সাতটি অংশ পাওয়া গেছে।
আজ বুধবার (১৩ নভেম্বর) সকালে জেলার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের উত্তর পাশে পূর্বাচলের পাঁচ নম্বর সেক্টরের ব্রাহ্মণখালী এলাকায় লেকপাড় থেকে খণ্ডিত অঙ্গগুলো উদ্ধার করা হয়।
নিহত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৪০ বছর বলে ধারণা করছে পুলিশ।
আরও পড়ুনরূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, স্থানীয়রা সকালে লেকের পাড়ে তিনটি কালো পলিথিন ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে এক এক করে পলিথিনের ব্যাগগুলো খুললে একজন পুরুষের শরীরের মাথা, দুইটি হাত, শরীরের পিছনের অংশ, নাড়ি ভুঁড়ি, বাম পা, বাম উড়ুর কাটা অংশ উদ্ধার করা হয়।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ২/৩ দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যার পর মরদেহ খণ্ড খণ্ড করে পলিথিনে ভরে এখানে ফেলে গেছে। তবে মরদেহের পরিচয় এখনও সনাক্ত করা যায়নি। সিআইডির একটি দল ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে।
মন্তব্য করুন