ভিডিও বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

নাটোরের বড়াইগ্রামে টিসিবির পণ্য বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

নাটোরের বড়াইগ্রামে টিসিবির পণ্য বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

নাটোর ও পলাশবাড়ী প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে টিসিবি ও মাতৃত্বকালীন ভাতা’র কার্ড ভাগাভাগীকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে গোলাগুলি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় মো. রুবেল হোসেন খলিফা(৩১) নামে এক গার্মেন্টস ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন।

আজ বুধবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের রাজাপুর বাজারে ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ রুবেল উপজেলার অর্জুনপুর গ্রামের হাসমত আলী খলিফার ছেলে। তিনি রাজাপুর বাজারের মেসার্স ভাই বোন গার্মেন্টেসের স্বত্বাধিকারী।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, উপজেলার গোপালপুর ইউনিয়নে আজ বুধবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে ৪নং ওয়ার্ড সদস্য বেলাল হোসেন পরিষদে গিয়ে বরাদ্দ আসা মাতৃত্বকালীন ৪টি ভাতা কার্ডের সব কার্ড এবং টিসিবি’র নতুন তালিকা তৈরির জন্য ১শ’ কার্ডের মধ্যে ৭৫টি নিজে তালিকা করার দাবি করেন। এ সময় বিএনপি সমর্থিত ২নং ওয়ার্ড সদস্য আব্দুস সামাদ ও ৫নং ওয়ার্ড সদস্য ফজল আহমেদ আপত্তি জানালে উত্তেজনা সৃষ্টি হয়।

পরে এ ঘটনায় দুপুরের দিকে ইউপি সদস্য বেলাল হোসেনের নেতৃত্বে শতাধিক বিএনপি নেতাকর্মী মিছিল নিয়ে ইউপি কার্যালয়ে যাওয়ার চেষ্টার করে। একই সময় সামাদ মেম্বার ও ফজল মেম্বারের নেতৃত্বে বিএনপির অপর গ্রুপের নেতাকর্মীরা এগিয়ে এলে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

আরও পড়ুন

এসময় বেলাল হোসেনের সমর্থকরা কয়েক রাউন্ড গুলি ছুঁড়লে পাশেই দাঁড়িয়ে থাকা ব্যবসায়ী রুবেল হোসেন খলিফার বাম হাতে গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতিসহ দায়িদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফোনের ব্যাটারির আয়ু বাড়াতে করণীয়-বর্জনীয়

‘চক্ষু সেবা ক্যাম্প’ পরিচালনা করলো ‘আমরা বিএনপি পরিবার’

লৌহজংয়ে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ; আহত ৬

চুয়াডাঙ্গায় পান বরজের পাশে থেকে নারীর মরদেহ উদ্ধার

স্ত্রীর সাথে অভিমান করে ট্রেনে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

নতুন প্রস্তাবের সঙ্গে ৩১ দফা মিলে যাবে: ফখরুল