ভিডিও বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

ময়মনসিংহে হত্যা মামলায় মা ও তিন ছেলের যাবজ্জীবন

ময়মনসিংহে হত্যা মামলায় মা ও তিন ছেলের যাবজ্জীবন

ময়মনসিংহের তারাকান্দায় কৃষক হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

আজ বুধবার (১৩ নভেম্বর) দুপুরে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস নয় অভিযুক্তের মধ্যে পাঁচজনের উপস্থিতিতে এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, তারাকান্দা উপজেলার মাসকান্দা গ্রামের করিম উদ্দিনের স্ত্রী হাজেরা খাতুন ও তার তিন ছেলে মো. কুতুব উদ্দিন, ছইব উদ্দিন ও শাহাব উদ্দিন।

অপর পাঁচ আসামির মধ্যে মো. নাছিম, এখলাস উদ্দিন, মঞ্জুরুল ও বাবুলকে এক বছর করে সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন। করিম উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন

আদালত পুলিশের পরিদর্শক (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে ২০০৬ সালের ১৪ নভেম্বর জেলার তারাকান্দার মাসকান্দা গ্রামের মৃত হাসেন আলীর ছেলে হাবিবুর রহমান প্রকৃতির ডাকে বাড়ি থেকে বের হলে প্রতিপক্ষের লোকজন তাকে দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর আঘাত করে। এতে ঘটনাস্থলে হাবিবুর রহমানের মৃত্যু হয়। পরদিন তার মা তারাবানু বাদী হয়ে তারাকান্দা থানায় নয়জনের নাম উল্লেখ করে মামলা করেন। ১২ জনের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত এ আদেশ দেন।

 

আদালতের সরকারি কৌঁসুলি আকরাম হোসেন ও অভিযুক্তদের পক্ষে মো. দেলোয়ার হোসেন এবং মাজেদুর রহমান রনি মামলাটি পরিচালনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে বসে শেখ হাসিনার মোবাইল ফোন ব্যবহার ও বিবৃতি নিয়ে ঢাকার অসন্তোষ

হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলায়মান কারাগারে 

ফোনের ব্যাটারির আয়ু বাড়াতে করণীয়-বর্জনীয়

‘চক্ষু সেবা ক্যাম্প’ পরিচালনা করলো ‘আমরা বিএনপি পরিবার’

লৌহজংয়ে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ; আহত ৬

চুয়াডাঙ্গায় পান বরজের পাশে থেকে নারীর মরদেহ উদ্ধার