ভিডিও বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

মহেশখালীতে পুলিশের লুণ্ঠিত অস্ত্রসহ ডাকাত জিয়াকে আটক

মহেশখালীতে পুলিশের লুণ্ঠিত অস্ত্রসহ ডাকাত জিয়াকে আটক

নিউজ ডেস্ক: কক্সবাজারের মহেশখালী থানাধীন কালারমারছড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় পুলিশের লুট হওয়া অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত জিয়া বাহিনীর প্রধান জিয়াউর রহমান ও তার সঙ্গী মহিউদ্দিনকে আটক করেছে কোস্টগার্ড।

উদ্ধার হওয়া অস্ত্রে মধ্যে রয়েছে মহেশখালীতে পুলিশের লুট হওয়া ১টি পিস্তল, ১টি দেশীয় পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ২২ রাউন্ড গোলা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

আরও পড়ুন

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় কক্সবাজারের মহেশখালী থানাধীন কালারমারছড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় ১টি টিনের ঘরে ৪ থেকে ৫ জন অস্ত্রধারী ডাকাত অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে আজ ভোরে কোস্টগার্ড পূর্ব জোনের দুটি দল ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। 

তিনি আরও বলেন, অভিযান চলাকালীন সময় অস্ত্রধারীরা যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে দুর্ধর্ষ ডাকাত দল জিয়া বাহিনীর প্রধান মো. জিয়াউর রহমান (৪৪) ও তার সঙ্গী মো. মহিউদ্দিন (৩৮) নামে দুজন ডাকাতকে আটক করা হয়। এসময় পুলিশের লুট হওয়া ১টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় পিস্তল, ২টি ম্যাগাজিন, ২২ রাউন্ড গোলা জব্দ করা হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ডক্টরস ক্লিনিকে রোগীর মৃ - ত্য ‘কে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড | Clinic | Daily Karatoa

বগুড়া ডক্টরস ক্লিনিকে রোগীর মৃত্যুতে তুলকালাম কান্ড

অভ্যুত্থানে আহতদের নিয়ে কাজ করা রাজনৈতিক দলের কর্তব্য: নাহিদ ইসলাম

মুন্সিগঞ্জে হত্যা মামলায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

ময়মনসিংহে গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬, আসামিরা জামিনে

 ‘নওগাঁ বিশ্ববিদ্যালয়’ লেখা  নতুন সাইনবোর্ড টানিয়ে দিল শিক্ষার্থীরা