নাটোরে লুট হওয়া মালামাল ও অস্ত্রসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার
নাটোর প্রতিনিধি : নাটোর শহরে ধারালো অস্ত্র ঠেকিয়ে দুই বাড়ি থেকে লুট হওয়া স্বর্ণালঙ্কার, টাকা ও দেশীয় অস্ত্রসহ আন্ত:জেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ১৮ ঘন্টার মধ্যে লুন্ঠিত মালামালসহ তাদের নাটোর ও নওগাঁ থেকে গ্রেপ্তার করা হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নাটোরের পুলিশ সুপার মারুফাত হুসাইন এতথ্য জানান। এসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত বুধবার দিনগত রাতে নাটোর ও নওগাঁ জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত মূল পরিকল্পনাকারীসহ আন্ত:জেলা ডাকাত দলের এই ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ডাকাতদের কাছে থেকে লুন্ঠিত স্বর্ণ, টাকাসহ ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- নাটোর শহরের আলাইপুর এলাকার মৃত আব্দুর রাজ্জাক ওরফে নামাজ আলীর ছেলে মো. রনি (৩৬), সদর উপজেলার তেবাড়িয়া (উত্তরপাড়া) এলাকার মৃত হারুন আলীর ছেলে মো. সবুজ আলী (২৭), সিংড়া উপজেলার বিলদহর (দড়িমহিষমারী) এলাকার মো. আতারুল ইসলামের ছেলে মো. এনামুল হক (২৮) ও নওগাঁ জেলার আত্রাই উপজেলার দাঁড়িয়া গাথি গ্রামের মৃত নিরেন চন্দ্রের ছেলে শ্রী মিন্টু কুমার (৩২)।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে একটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের আংটি, ২৪ ক্যারেটের গলিত ঝুর স্বর্ণ, একটি লোহার তৈরি চাপাতি, একটি ছোরা, ২টি হাসুয়া, ২টি মোবাইল ফোন ও স্বর্ণ বিক্রয় লব্ধ ১৩ হাজার ৫শ’ টাকা। এর আগে গত মঙ্গলবার ভোর ৪টার দিকে শহরের মীরপাড়া ও পালপাড়ায় এলাকায় মুখোশ পড়া অবস্থায় গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে দুই বাড়ি থেকে টাকাসহ ১০ ভরি স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
ভুক্তভোগীরা হলেন- মীরপাড়া সাহাপাড়ার উত্তম সাহা ও পালপাড়া এলাকায় স্বপন কুন্ডু। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত মঙ্গলবার ভোর রাতে মুখোশধারী একদল সশস্ত্র ডাকাত নাটোর শহরের মীরপাড়া মহল্লার উত্তম সাহা ও উত্তর বড়গাছা পালাপাড়া মহল্লার স্বপন কুন্ডুর বাড়িতে হানা দেয়। এসময় তারা উভয় পরিবারের লোকজনকে জিম্মি করে প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার, টাকা ও মোবাইল ফোন লুটে নিয়ে যায়।
আরও পড়ুনএরমেধ্যে, শহরের মিরপাড়া (দক্ষিণ বার) (পশু হাসপাতাল) সংলগ্ন এলাকার বাসিন্দা উত্তম কুমার সাহাকে ঘটনার দিন অজ্ঞাত ৫ থেকে ৬ জন ব্যক্তি মুখে মুখোশ পরিহিত অবস্থায় হাতে দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে প্রবেশ করে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ২ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার, যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৩০ হাজার টাকা ও ১১ হাজার টাকা লুন্ঠন করে নিয়ে যায়।
অপরদিকে উত্তর বড়গাছা (পালপাড়া, ৭নং ওয়ার্ড) এলাকার বাসিন্দা স্বপন কুমার কুন্ডুকে ঘটনার দিন অজ্ঞাত ৫ থেকে ৬ জন ব্যক্তি মুখে মুখোশ পরিহিত অবস্থায় হাতে দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে প্রবেশ করে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ৬ ভরি ৮ আনা ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার, যার আনুমানিক বাজার মূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা, ৭০ হাজার টাকা, ব্যবহৃত মোবাইল ফোন, যার মূল্য ২৭ হাজার টাকা লুন্ঠন করে নিয়া যায়। এসব ঘটনায় তারা পৃথক পৃথক ভাবে থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন।
পুলিশ সুপার বলেন, এ ঘটনায় মামলা হলে তথ্য প্রযুক্তির সহায়তায় গত বুধবার দিনগত রাতে জেলা পুলিশ নাটোর ও নওগাঁ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মিন্টু কুমার, এনামুল হক, সবুজ আলী ও রনিকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় অস্ত্র ও লুন্ঠিত কিছু স্বর্ণালঙ্কার।
গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তারা দেশের বিভিন্ন জেলা শহরে সংঘবদ্ধভাবে অভিনব কায়দায় ডাকাতির মাধ্যমে মালামাল ল্ন্ঠুন করে থাকে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন